মুন্সীগঞ্জে মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১৩ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর একটি কাভার্ড ভ্যান উল্টে পড়ায় মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকা থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে দুপুরের পর থেকে যানজট কমে আসে।

জানা গেলে, সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ওপর ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান উল্টে যায়। এতে করে যানচলাচল ব্যাহত হয়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চালক আরিফুল ইসলাম জানান, তিনি সকাল সাড়ে ১০টার দিকে ভবেরচর এলাকায় এসে যানজটে আটকা পড়েন। সাড়ে ৩ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে দেড় ঘণ্টা সময় লেগেছে। যাত্রীরা এই দীর্ঘ সময় যানজটের মধ্যে চরম ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, মেঘনা সেতুতে সুতা বোঝাই একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামাল সরানো হলে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

বিডি প্রতিদিন

Leave a Reply