কোচিংয়ে না গেলে ছাত্রীদের শ্রেণিকক্ষে হেনস্তা

মুন্সীগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রভাতি শাখায় গণিত বিভাগে শিক্ষকতা করেন আরিফ হোসেন। থাকেন শহরের মধ্য কোর্টগাঁও এলাকায় ভাড়া বাসায়। সেখানেই দিবা ও প্রভাতি শাখার প্রায় দুইশ ছাত্রীকে কোচিং করান। ছাত্রীদের অভিযোগ, তাঁর কাছে না পড়লে শ্রেণিকক্ষে নানা অজুহাতে হেনস্তা করেন।

একইভাবে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের অন্তত ২৫ জন শিক্ষকই ছাত্রীদের জিম্মি করে কোচিং ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখানে কর্মরত শিক্ষক সংখ্যা ৩৮। যদিও বিদ্যালয়টিতে শিক্ষকের পদ রয়েছে ৫২টি। এর মধ্যে খালি রয়েছে ১৪টি। ছাত্রী ও তাদের অভিভাবকদের অভিযোগ, শ্রেণিকক্ষে পাঠদানে বেশির ভাগ শিক্ষকেরই আগ্রহ নেই। তারা নানা কৌশলে নিজ নিজ কোচিং সেন্টারে পড়তে বাধ্য করেন।

সম্প্রতি মধ্য কোর্টগাঁও এলাকায় কথা হয় বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে। সে আরিফ হোসেনের কাছে কোচিং করে। নাম প্রকাশ করলে সমস্যা হবে উল্লেখ করে সে জানায়, ‘কোচিংয়ে না পড়লে শ্রেণিকক্ষে নানা অজুহাতে হেনস্তা করেন আরিফ হোসেন স্যার। তাঁকে প্রধান শিক্ষকও ভয় পান। তাই অভিযোগ দিলেও কোনো লাভ হয় না। আরেক ছাত্রী জানায়, আরিফ স্যার কোচিং করিয়ে মাসে অন্তত ২-৩ লাখ টাকা আয় করেন।

মধ্য কোর্টগাঁও এলাকায় কোচিং বাণিজ্য করে আসছেন বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক আ. ন. ম. মাহফুজ। তিনি ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীদের সব বিষয়ে কোচিং করান। কাছাকাছি এলাকায় কোচিং রয়েছে অপর শিক্ষক আল-আমিনের। তবে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ছাত্রীদের অভিযোগ বিষয়ে জানতে চাইলে শিক্ষক আরিফ হোসেন দাবি করেন, তিনি কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত নন।

মহিলা কলেজ-সংলগ্ন মতিন উকিলের চারতলা ভবনে ভাড়া থাকেন হিসাববিজ্ঞানের শিক্ষক দীপক মণ্ডল। সেটির অবস্থান বিদ্যালয়ের অদূরে। ওই ভবনেই কোচিংয়ে আসা ছাত্রীদের জন্য বিদ্যালয়ের মতো বেঞ্চ পাতা। কোচিং করে ফেরার পথে এক ছাত্রী জানায়, দীপক মণ্ডল স্যারের কাছে দিনের বিভিন্ন সময়ে ছাত্রীরা পড়তে আসে। এভাবেই তিনি মোটা অঙ্কের টাকা আয় করেন বলে তারা শুনেছে।

এমনকি কোচিংয়ের সময় সেখানে বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার খাতাপত্রও দেখতে পেয়েছে বলে জানায় অপর এক ছাত্রী। এ বিষয়ে মন্তব্য জানতে মোবাইল ফোনে কল দেওয়া হলে দীপক মণ্ডল রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও উত্তর দেননি।

শিক্ষক আবদুল গফুর সরকার, সোহানা বিনতে হাফিজ (ইংরেজি) ও জাহাঙ্গীর আলম জয় (শারীরিক শিক্ষা) কোচিং করান মুন্সীগঞ্জ উচ্চ বালিকা রোডে। আবদুল গফুর সরকার জীববিজ্ঞানের শিক্ষক। কিন্তু তিনি স্কুলছাত্রীদের গণিত, পদার্থ ও রসায়ন বিষয়ে পড়িয়ে থাকেন। এভাবে ২-৩ লাখ টাকা মাসে আয় করেন বলে ছাত্রীদের ধারণা। এ বিষয়ে জানতে চাইলে গফুর সরকার বলেন, তিনি কোচিংয়ে জড়িত নন।

অপরদিকে হলিচাইল্ড কিন্ডারগার্টেনে কোচিং সেন্টার রয়েছে এ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রাসেল আহমেদের। তিনি দিবা ও প্রভাতি শাখার ছাত্রীদের কোচিং করিয়ে প্রায় ৩ লাখ টাকা আয় করেন বলে জানা যায়। এ প্রসঙ্গে জানতে তাঁর মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

শিক্ষকদের বিরোধ চরমে
কোচিং বাণিজ্য নিয়ে শিক্ষক আরিফ হোসেন, গফুর সরকার, রাসেল আহমেদ, আ. ন. ম. মাহফুজসহ কয়েক শিক্ষকের সঙ্গে বিরোধ দেখা দেয় অপর শিক্ষক মনোরঞ্জন ধরের। এর জেরে গত ১ সেপ্টেম্বর মনোরঞ্জন ধরের বিরুদ্ধে ২৯ জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অভিযোগ দেন। তারা একই দিন নিজ নিজ কোচিং সেন্টারে পড়া ছাত্রীদের মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। পরদিন মনোরঞ্জন ধরের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সাধারণ ছাত্রীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা ক্যাম্পে পাল্টা স্মারকলিপি দেয়। তারা মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। ছাত্রীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করলে জেলা প্রশাসক ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর তদন্ত চলাকালে কোচিং সেন্টার পরিচালনাকারী শিক্ষকরা তাদের ছাত্রীদের দিয়ে বিক্ষোভ করান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় চাপে ফেলে শিক্ষক মনোরঞ্জন ধরের কাছ থেকে বদলির আবেদন আদায় করা হয়।

মনোরঞ্জন ধর এ বিষয়ে বলেন, ‘কতিপয় শিক্ষক কোচিং বাণিজ্যে আধিপত্য বজায় রাখার চেষ্টা করছেন। তারাই ছাত্রীদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভে নামিয়েছেন।’

অন্যদিকে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন এক অভিভাবক। কিন্তু এক মাসেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে ওই শিক্ষকরা চাপের মুখে আদায় করা মনোরঞ্জন ধরের বদলি আবেদন কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কয়েকজন অভিভাবক বলেন, দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা ওই শিক্ষকরা অবাধে কোচিং বাণিজ্য করে অর্থবিত্তের মালিক হয়েছেন। এই বাণিজ্য ধরে রাখতে যে কোনো বাধাকেই উপড়ে ফেলতে উঠেপড়ে লেগেছেন। সাম্প্রতিক ঘটনার নেপথ্যে রয়েছে এই কোচিং বাণিজ্য। তা বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে আরও বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

অনুসন্ধানে জানা গেছে, কোচিং বাণিজ্য নিয়ে বিরোধের জের ধরেই ‘মব জাস্টিসের’ মাধ্যমে মনোরঞ্জনকে হেনস্তা করেন প্রতিপক্ষ শিক্ষকরা। এ ছাড়া গত বছরের অক্টোবরে অপর এক শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবিতে আন্দোলনে ইন্ধন দিয়েছেন একই শিক্ষকরা। তাদের সঙ্গে মাকহাটি জিসি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকও রয়েছেন। তারা আন্দোলনে তাদের নিজ নিজ কোচিংয়ের শিক্ষার্থীদের ব্যবহার করেছেন। একইভাবে মনোরঞ্জনও তাঁর কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের ব্যবহার করেন।
দায়িত্বশীলরা যা বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম জানিয়েছেন, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা। তাই পিছিয়ে পড়া ছাত্রীরা ভালো রেজাল্টের আশায় কোচিংয়ের দিকে ঝুঁকে পড়ছে। সেই সুযোগ নিচ্ছেন কিছু শিক্ষক। জেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, কোচিং বাণিজ্য নিয়ে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ওই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সৃষ্ট বিরোধ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেবেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ সমকালকে বলেন, শিক্ষকরা কোচিং বাণিজ্যে জড়িত– এমন অভিযোগ তারা খতিয়ে দেখছেন। এ ছাড়া এক শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত প্রতিবেদন মাউশি অধিদপ্তরে পাঠানো হয়েছে।

 

সমকাল

Leave a Reply