নাসির উদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জের মিরকাদিম মাছের আড়তে চলছে ইলিশের ধুম বেচাকেনা। ভরা মৌসুমে দুই দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত।
মুন্সীগঞ্জের ধলেশ্বরী তীরের মিরকাদিম হাট। ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত পুরো এলাকা। রুই, কাতল, আইড়, বোয়াল, মৃগেল, কৈ-শিংসহ স্থানীয় খালবিলের হরেক রকম মাছ ওঠে এ বাজারে।
বাজারে মাছের রাজা ইলিশ ঘিরে ক্রেতাদের জটলা একটু বেশিই। তবে ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দাম এই মাছের। দুই দিন আগেও ১৭০০ টাকা কেজিতে বিক্রি হওয়া বড় আকারের ইলিশের বর্তমান দাম ২১০০ টাকা।
বিপুল পরিমাণ মাছের সরবরাহ সত্ত্বেও দাম চড়া হওয়ায় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেট ও মজুতদারকে। তারা বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভরা মৌসুমেও ইলিশসহ অন্যান্য মাছের বাজার অস্থির করে তুলছে। এতে ইলিশ খেতে পারছে না সাধারণ মানুষ।
শুক্রবার (২২ নভেম্বর) প্রতিকেজি নদীর পাঙাশ ৬০০-৯০০ টাকা, চাষের পাঙাশ ১৩০-১৮০ টাকা, নদীর রুই ৫০০-৯০০ টাকা, চাষের রুই ২৫০-৪৫০ টাকা, কাতল ৩০০-৫০০ টাকা ও কার্ফু ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতিকেজি গলদা চিংড়ি ৮০০-১২০০ টাকা, আইড় ৯০০-১৪০০ টাকা, চাষের কৈ ১৬০-১৯০ টাকা চাষের শিং ৩৫০-৪০০ টাকা, বোয়াল ৪০০-৮০০ টাকা ও পোয়া মাছ বিক্রি হচ্ছে ১৫০-৩৫০ টাকায়।
তবে অভিযোগ অস্বীকার করে আড়তদাররা দিচ্ছেন চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাত। মুন্সীগঞ্জ মিরকাদিম মৎস্য আড়ত সমিতির সভাপতি হাজী রুহুল আমিন বলেন, বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত মাছ না আসায় বাড়ছে।
জেলা মৎস্য অফিসের তথ্য মতে, নদী বেষ্টিত মুন্সীগঞ্জে প্রতি বছর ৩১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় প্রায় ১ হাজার মেট্রিক টন।
শত বছরের প্রাচীন এই হাটের ৪৫টি আড়তে ৪ হাজার মানুষ কাজ করেন। ধলেশ্বরী তীরের এই হাটে ২ থেকে ৩ ঘণ্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।
সময় সংবাদ
Leave a Reply