সিরাজদিখানে বেশি দামে বীজ আলু বিক্রি করায় জরিমানা

আব্দুল্লাহ আল মাসুদ: মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেশি দামে বীজ আলু বিক্রি করার দায়ে সোনার বাংলা ট্রেডার্স কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত সিরাজদিখান বাজারে সারপট্টি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন বীজ আলুর দোকানগুলো মনিটরিং করেন এবং নির্ধারিত মূল্যে বীজ আলু বিক্রি করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, এখন যেহেতু এ উপজেলায় আলু রোপণ মৌসুম। সেজন্য কৃষকদের বীজ আলুর চাহিদা অনেক। এর কারণে কোনো সুযোগ সন্ধানী ব্যবসায়ী যাতে বেশি দামে বীজ আলু বিক্রি করতে না পারে, সেই লক্ষ্যে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। যদি কেউ বেশি দামে বীজ আলু বিক্রি করে এমন অভিযোগ পাওয়া যায়,তবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply