মারকাযুল হক মাদ্রাসার ষষ্ট শ্রেণির শিক্ষার্থীকে এক বছর ধরে শারীরিক ও যৌন নির্যাতন

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জ সদরের চম্পাতলা মারকাযুল হক মাদ্রাসার ষষ্ট শ্রেণির এক শিক্ষার্থীকে এক বছর ধরে শারীরিক ও যৌন নির্যাতন করে যাচ্ছিলো ঐ মাদ্রাসার শিক্ষক ফেরদৌস। শিক্ষার্থীর অভিযোগ যৌন কাজে আপত্তি জানালেই তার ওপর শারীরিক নির্যাতন করতো সে শিক্ষক। এই ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি শিক্ষক। পুলিশ বলছেন আসামী গ্রেফতাদের চেষ্টা চলছে। পরিবারের দাবি এই জঘন্য অপরাধের কঠোর শাস্তি দেয়া হোক। জেলার পাবলিক প্রসিকিউটর বলছেন বালকটিকে যৌন নির্যাতনকারীর কঠোর শাস্তির বিধান আছে।

নির্যাতিত শিশুটি জানান,পবিত্র কোরআন ছোঁয়ে তাকে শপথ করানো হয়,যা করা হবে কারো বলা যাবেনা। ১২ বছরের শিশুটি তখন জানতনা শিক্ষক ফেরদৌস তাকে দিয়ে আপত্তিকর এই জঘন্যতম কাজ করার শপথ করিয়েছেন। এরপর এক বছর ধরে ফেরদৌসের রুমে নিয়ে তাকে যৌন নিপীড়ন করতো বলে জানান শিক্ষার্থী। জোর আপত্তি করলে কাঠ দিয়ে পিটাতো। আবার কখনো আপত্তি করলে মুখে গামছা ডুকিয়ে দিতো যাতে বালকটি চিৎকার করতে না পারতো। এভাবে নিজের বদ ইচ্ছা পূরণ করতো শিক্ষক ফেরদৌস।

গেলো ১৩ নভেস্বর মাদ্রাসা ছুটি হওয়ার বালকটি বাড়িতে আসলে মা ছেলেকে গোসল করাতে নিলে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখার পর জানাজানি হয় সব কিছু,নেক্কারজনক এই ঘটনায় অপরাধির কঠোর শাস্তির দাবি জানান স্বজনেরা।

ঘটনা জানাজানি হলে মাদ্রাসায় আসেনি ফেরদৌস,আর মাদ্রাসায় গিয়ে অধ্যক্ষকে না পেলেও সহকারী অধ্যক্ষ বলেন,তাদের মাদ্রাসায় শিক্ষার্থী পিটানো নিষেধ। আর এই ঘটনায় তারাও চান অপরাধীর শাস্তি হোক।

এদিকে ভোক্তভোগী বালকের মাকে নিজ নাম্বার থেকে কল করে ফেরদৌস তার অপকর্মের কথা স্বিকার করেন। তবে এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন ফেরদৌস।

এই ঘটনায় ২২ নভেম্বর থানায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি,জেলার পাবলিক প্রসিকিউটর এই ঘটনার শাস্তি দাবি করে বলেন,শিশু নির্যাতন ও ধর্ষণের কঠোর শাস্তির বিধান রয়েছে

Leave a Reply