মাসিক সমন্বয় সভা চলাকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে চার ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এতে পুলিশের পাহারায় ইউপি চেয়ারম্যানরা সমন্বয় সভা ত্যাগ করে। এসময় এক ইউপি চেয়ারম্যানের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে ইউপি চেয়ারম্যানদের নিয়ে মাসিক সমন্বয় সভা শুরু হয়। এতে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি শহীদুল ইসলাম মৃধার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শ্লোগান দিতে থাকে। এ অবস্থায় সমন্বয় সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যানরা পুলিশের পাহারায় সভাস্থল ত্যাগ করেন। এ সময় ষোলঘর ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলামের গাড়ী লক্ষ্য করে ইটপাটেকল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা।
সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হাবীব, শ্রীনগর থানার ওসি মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী।
শ্রীনগর থানার ওসি মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, বিনা ভোটে নির্বাচিত হওয়ায় বিএনপি নেতাকর্মীরা ওইসব ইউপি চেয়ারম্যানদের অপসারনের দাবিতে মিছিল করেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইউপি চেয়ারম্যানদের সভা থেকে চলে যেতে বলা হয়। পরে ইউএনও এবং উপজেলা বিএনপির সভাপতির মধ্যস্থতায় ইউপি চেয়ারম্যানরা সভাস্থল ত্যাগ করে।
দেশ টিভি
Leave a Reply