শ্রীনগরে প্রবাসীর হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীর (৪০) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার বিকেল ৫ টার দিকে গাদিঘাট গ্রামবাসী শ্রীনগর থানা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। এর আগে বিকেল সাড়ে ৪ টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে উপজেলার গাদিঘাট গ্রামের শতশত নারী-পুরুষ অংশ নেন।

শ্রীনগর-লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, প্রায় ২০ মিনিটের মতো গ্রামবাসী থানা কম্পাউন্ডের ভেতর অবস্থান নিয়ে নানা শ্লোগান দেয়। থানার ওসি গ্রামবাসীর সঙ্গে কথা বলে আসামি গ্রেফতারের আশ্বাস দিলে তারা চলে যায়। আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যা মামলা নিচ্ছি। অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা নিখোঁজ প্রবাসী রমজান মুন্সীর লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। ২ দিন আগে সোমবার (২৫ নভেম্বর) দেওলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

বিডি প্রতিদিন

Leave a Reply