মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অবৈধ বালুমহালে অভিযান চালিয়ে তিনটি বাল্কহেড জব্দ ও ১৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে রাত সাড়ে দশটা পর্যন্ত চলে এ অভিযান।
অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ বলেন, অবৈধ বালুমহাল বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। বিকেল সাড়ে চারটা থেকে আমাদের অভিযান শুরু হয়। অপরাধীদের হাতেনাতে ধরতে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করি। অভিযানে ১৪ জনকে আটক ও তিনটি বাল্বহেড জব্দ করা হয়েছে। অবৈধ বালুমহাল বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।
অভিযানে গজারিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ সার্বিক সহযোগিতা করে।
বিডি প্রতিদিন
Leave a Reply