লৌহজংয়ে চারতলায় সমাজসেবা অফিস, দুর্ভোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা পরিষদ কার্যালয়ের চারতলায় সমাজসেবা অফিস হওয়ায় সেবাগ্রহীতাদের সিঁড়ি বেয়ে অফিসে ওঠানামা কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে সেবাগ্রহীতা বয়স্ক ব্যক্তি, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। অফিসটি নিচতলায় হলে তাদের দুর্ভোগ পোহাতে হতো না বলে অভিমত দিয়েছেন।

জানা যায়, ইতোপূর্বে সমাজসেবা অফিসটি নিচতলায় আনার জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও আলোচনা হয়েছিল।

সম্প্রতি ৮২ বছর বয়সী মোকাজ্জল শেখ নাতিকে নিয়ে সমাজেসেবা অফিসে সেবা নিতে আসেন। চারতলায় উঠতে গিয়ে তিনি হাঁপিয়ে ওঠেন। তিনি বলেন, অনেক কষ্ট হয়েছে। অফিসটি নিচতলায় হলে তাঁকে এত কষ্ট করতে হতো না।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সমাজসেবা অফিসে হামাগুড়ি দিয়ে উঠছেন প্রতিবন্ধী ফাতেমা সমকাল

গত বুধবার ফজলুল হক নামে শারীরিক প্রতিবন্ধী আরেক সেবাগ্রহীতাকে দু’জনের কাঁধে ভর দিয়ে সমাজসেবা অফিসে উঠতে দেখা যায়। এ সময় তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, বাড়ি থেকে উপজেলা পরিষদে আসতে যতটা না কষ্ট হয়েছে, তার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে সিঁড়ি বেয়ে সমাজসেবা অফিসে উঠতে। তিনি আরও বলেন, সরকার তো ইচ্ছে করলেই অফিসটি নিচতলায় দিতে পারে।

কথা হয় ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দুই পা অবশ হয়ে যাওয়া ফাতেমার (৪৫) সঙ্গে। তিনি গত বৃহস্পতিবার দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে সমাজসেবা অফিসের ৪ তলায় উঠছিলেন। উপরে উঠতে গিয়ে তাঁর অবর্ণনীয় কষ্ট হচ্ছিল। তিনি বলেন, ‘কী আর বলব ভাই, একে তো আমি গরিব, তার ওপর প্রতিবন্ধী। উপরে উঠতে কী যে কষ্ট বোঝাতে পারব না। বাড়ির উঠান থেকে অটোরিকশায় চেপে এখানে এসেছি, তেমন কষ্ট হয়নি, কিন্তু এখন আর সহ্য হচ্ছে না।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী (৭৫) ও বীর মুক্তিযোদ্ধা দিদার হোসেনের (৭২) ভাষ্য, মুক্তিযোদ্ধাদের সবার বয়স ৭০ বছরের ওপরে। কারও কারও বয়স ৮০-৯০ বছর। মুক্তিযোদ্ধা ভাতা পেতে সমস্যা হলে সমাজসেবা অফিসে ছুটতে হয়। তাদের চারতলায় সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে ভীষণ কষ্ট হয়। অনেকেই অন্যের সাহায্য ছাড়া উপরে উঠতে পারেন না।

লৌহজং উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১৪ হাজার ৩২৯ জন ব্যক্তি সমাজসেবা অফিসের সেবা নিয়ে থাকেন। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা ৫৩৫ জন, বয়স্ক ভাতাভোগী ৭ হাজার ৮২৬ জন, শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ২ হাজার ২৭৬ জন, বিধবা ৩ হাজার ২৩৪ জন ও প্রান্তিক জনগোষ্ঠীর ৪৫৮ জন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী বলেন, তাদের কার্যালয়ের সেবাগ্রহীতাদের অধিকাংশই বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল। তারা চারতলায় উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠেন। গরমের সময় তাদের আরও বেশি কষ্ট হয়। কার্যালয়টি নিচে হলে বয়স্ক ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের জন্য ভালো হতো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিচতলায় কার্যালয়ের ব্যবস্থা করে দিলে তাদের আপত্তি নেই।

লৌহজংয়ের ইউএনও জাকির হোসেন বলেন, নিচতলায় কক্ষ ফাঁকা নেই। তবে কম গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যালয় সরিয়ে সমাজসেবা অফিসটি নিচতলায় আনা যায় কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সমকাল

Leave a Reply