ঋণের জামিনদার না হওয়ায় দিনমজুরকে পিটিয়ে জখমের অভিযোগ

ঋণের জামিনদার না হওয়ায় সত্য রঞ্জন দাস (৬০) নামের এক দরিদ্র দিনমজুরকে বেধড়ক মারধর জখম করার অভিযোগ উঠেছে। দুপুরে গোসল করে বাড়িতে যাওয়ার সময় হাজীগাঁও গ্রামের মুকুল দাস, ভবেশ দাস ও চন্দন দাস ওই দিনমজুরকে মারধর করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এ ঘটনায় নির্যাতনের শিকার ওই দিনমজুরের স্ত্রী কানন দাস সিরাজদিখান থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।

বর্তমানে ওই দিনমজুর সত্য রঞ্জন দাস সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি অভিযোগ করেন, হাজীগাঁও গ্রামের মৃত জীবন দাসের ছেলে মুকুল দাস একটি ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণের জামিনদার হওয়ার জন্য আমাকে বলেন। আমি তাতে রাজি না হওয়ায় দুপুরে আমি পুকুরে গোসল করে বাড়ি আসার পথে মুকুল দাস আমাকে গালিগালাজ শুরু করে। আমি গালি দিতে না বলতেই আমাকে জোর করে ওদের ঘরে নিয়ে ওরা তিন ভাই লোহার রড, কাঠের ডাসা দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি একজন দিনমজুর; শুধু এক শতাংশ জায়গায় একটি ঘর আছে আমার। আমি কিভাবে এক লাখ টাকার ঋণের জামিনদার হই।

তিনি বলেন, আমার চিৎকারে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি ওদের বিচার চাই।

এ বিষয়ে মুকুল দাসের মোবাইল ফোনে বারবার চেষ্টা করলেও মুকুল দাস ও ভবেশ দাস মোবাইল রিসিভ করেনি।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুগান্তর

Leave a Reply