গজারিয়ায় ইজারা ছাড়াই প্রতিরাতে ২০ লাখ ঘনফুট বালু লোপাট!

মামুনুর রশীদ খোকা: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন থামছেই না। একরকম বেপরোয়া হয়ে উঠে বালুখেকোরা। প্রতিরাতেই জেলার গজারিয়া উপজেলার চরকালীপুরা, গুয়াগাছিয়া ও মল্লিকেরচর গ্রাম সংলগ্ন মেঘনার তীর ঘেঁষে অবৈধ বালু উত্তোলন চলছেই। এতে করে নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে ভাঙ্গন আতঙ্ক কাটছে না। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কারণে মেঘনা তীরের তিন ফসলি জমি ভাঙনে বিলীন হওয়ার কথাও জানিয়েছেন গ্রামবাসী।

এদিকে, রাতের অন্ধকার নামতেই বালু উত্তোলনে সক্রিয় বালুখেকোরা। মেঘনার পৃথক ৩ স্থানে নামছে অর্ধশত ড্রেজার। এরপর শতাধিক বাল্কহেড ভর্তি করে নিয়ে যাচ্ছে সেই বালু। ইজারা ছাড়াই প্রতিরাতে লোপাট হচ্ছে লাখ লাখ ঘনফুট বালু। অবৈধ উত্তোলনে এক রাতে অন্তত ২০ লাখ ঘনফুট বালু লোপাট হয়ে থাকে। আর এ অবৈধ বালু উত্তোলন চলে আসছে দিনের পর দিন। আওয়ামী লীগ শাসনামলের শেষের দিকে এ বালু উত্তোলনে মহোৎসব দেখা দেয়। গত ৫ আগস্ট সরকার পতনের পরও মেঘনায় অবৈধ বালু উত্তোলনের সেই একই চিত্র দেখা মিলেছে। বালু উত্তোলনের দ্বন্দ্বের জেরে খুন হয়েছে মেঘনার কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান উজ্জল খালাসী ওরফে বাবলা (৪২)।

পুলিশের সূত্র মতে, নিহত বাবলার বিরুদ্ধে মুন্সীগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ থানায় হত্যা ও ডাকাতিসহ অন্তত ৩৭টি মামলা রয়েছে। সে চাঁদপুরের মতলবের মোহনপুর গ্রামের বাচ্চু খালাসীর ছেলে।

সরেজমিনে ঘুরে জানা গেছে, গজারিয়া উপজেলার মল্লিকেরচর গ্রাম সংলগ্ন নদীতে বাবলা বাহিনী ও গুয়াগাছিয়া গ্রাম সংলগ্ন নদীতে নৌ-ডাকাত নয়ন বাহিনী অবৈধ বালু উত্তোলন করে আসছিল। গত ২২ অক্টোবর সকালে মল্লিকেরচর গ্রামের একটি বাড়িতে অবস্থানকালে প্রতিপক্ষের গুলিতে খুন হন বাবলা। এ ঘটনায় গজারিয়া থানায় বাবলার মা ফরিদা বেগমের করা মামলায় গুয়াগাছিয়া গ্রামের ইউপি সদস্য জমিস উদ্দিন, একই গ্রামের নয়ন বাহিনীর প্রধান নয়ন সরকার ও সেকেন্ড ইন কমান্ড পিয়াস সরকারসহ ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরও ৩০-৪০ জনকে।

অন্যদিকে, বাবলা খুনের পর প্রতিপক্ষ নয়ন বাহিনীর লোকজন আসামি হলেও রাতের মেঘনায় অবৈধ বালু উত্তোলন চলছে পুরোদমে। এছাড়া জেলা প্রশাসন উপজেলার চরকালীপুরা, নয়ানগর, রমজানবেগ ও ষোলআনি গ্রাম সংলগ্ন মেঘনার বালু মহাল ইজারা দিয়েছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে। ১২৮ একর এলাকার এ মহালে বালু উত্তোলনে বৈধতা রয়েছে প্রতিষ্ঠানটির। কিন্তু গেল বর্ষা মৌসুমে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও গ্রামঘেঁষে বালু উত্তোলনের অভিযোগ উঠেছিলো।

ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন প্রজ্ঞা নাগরাভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন প্রজ্ঞা নাগরা
উপজেলার চরকালীপুরা গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী শাহিদা বেগম বলেন, ড্রেজারের মাধ্যমে রাতে বালু কাটে। বাঁধা দিতে গেলে ড্রেজার ও বাল্কহেড থেকে গুলি করে। ভয়ে কিছু করতে পারি না।

একই গ্রামের রিমন হোসেন বলেন, রাতে গ্রাম ঘেঁষে বেশ কিছু সংখ্যক ড্রেজারে বালু তোলে। ড্রেজারের চারপাশ থেকে অর্ধশত বাল্কহেডে সেই বালুভর্তি করে। গুয়াগাছিয়া গ্রামে নৌ-ডাকাত নয়ন-পিয়াস, মল্লিকের চরের জসিম বেপারী-রতন বেপারীর নেতৃত্বে এ বালু উত্তোলন করা হচ্ছে।

গ্রামের এবাদুল্লাহ মিঝি বলেন, গ্রাম থেকে নদী তীরের দুই কিলোমিটার দূর পর্যন্ত গ্রামবাসীর তিন ফসলি জমি ছিলো। বালু উত্তোলনে ওই সব জমি নদীগর্ভে চলে গেছে। এখন গ্রামই ভাঙ্গনের ঝুঁকির মধ্যে পড়েছে। কেননা গ্রামের চারপাশেই বালু কাটছে।

অবৈধ বালু উত্তোলনের কারণে আক্ষেপ প্রকাশ করেছেন ইজারা প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রিফাত হোসাইন। তিনি দাবি করেন, এ কারণে ১৮ কোটি টাকার রাজস্ব দিয়ে বালু মহালের ইজারা নিয়ে তারা ক্ষতির সম্মুখে পড়েছেন।

এ কর্মকর্তা বলেন, সরকার নির্ধারিত মহাল থেকে দিনের বেলায় আমরা বালু উত্তোলন করি। সন্ধ্যার সঙ্গে সঙ্গে আমাদের ড্রেজার চলে আসে। অন্ধকার নামলে মহালের বাইরে চলে আসে অসংখ্য ড্রেজার ও বাল্কহেড। রাতভর চলে অবৈধ বালু উত্তোলন। এতে করে বালু বিক্রিতে দিনের বেলায় প্রত্যাশিত বাল্কহেড পাচ্ছি না।

মামলা নিয়ে ব্যবসা, সরানো হলো এসআইকেমামলা নিয়ে ব্যবসা, সরানো হলো এসআইকে
এ বিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন শরীফ জানান, রাতের আঁধারে একটি প্রভাবশালী চক্র বালু উত্তোলন করছে। যাদের সঙ্গে পেরে উঠতে পারছে না সাধারণ মানুষ। অবৈধ বালু উত্তোলন নিয়ে নদী তীরবর্তী জনগণের অসংখ্য অভিযোগ ছিল। তাই সম্প্রতি রাতের মেঘনায় তিনি দুই দফা অভিযান চালিয়েছেন। এরমধ্যে গত ২৭ নভেম্বর রাতভর অভিযানে তিনি বালুবাহী ৩টি বাল্কহেড জব্দ ও বালু উত্তোলনে জড়িত ৫ জনকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে। এরপর ১ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে আরও দু’টি বাল্কহেড জব্দ করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, মাঝারি আকারের একেকটি বাল্কহেডে ১৮ হাজার ঘনফুট ও বড় আকারের একেকটি বাল্কহেডে ২০ হাজার ঘনফুট বালু বহন করতে পারে। সেই মোতাবেক অবৈধ উত্তোলন থেকে বাল্কহেড প্রতি গড়ে ১৮ হাজার ঘনফুট বালু নেওয়া হচ্ছে।

জিডি করার এক ঘণ্টার মধ্যে সেবা দেবে পুলিশ: ডিএমপি কমিশনারজিডি করার এক ঘণ্টার মধ্যে সেবা দেবে পুলিশ: ডিএমপি কমিশনার
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা সব সময়ই অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে অভিযানে ৫ জনকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযানে যায়। তবে গেলে তাদের পাওয়া যায় না। তার আগেই পালিয়ে যায়।

দেশ রুপান্তর

Leave a Reply