মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিন শেখকে গ্রেপ্তার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। তিনি উপজেলার বেতকা ইউনিয় দক্ষিণ রায়পুরা গ্রামের তোফাজ্জল শেখের ছেলে। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ সদর থানার মামলায় টঙ্গিবাড়ী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠিয়ে দিয়েছি।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজীব দে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডিপজল সরদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। গত ৪ আগস্ট জেলা শহরে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ডিপজল।
দেশ রুপান্তর
Leave a Reply