মুসলিম উম্মাহ নিহোন (মুন)-এর কানতো অঞ্চলের আত্মপ্রকাশ

রাহমান মনি: ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আহ্বান পৌঁছানোর পবিত্রতম লক্ষ্য নিয়ে জাপানে “মুসলিম উম্মাহ নিহোন (মুন)” এর কানতো অঞ্চলের আত্মপ্রকাশ ঘটেছে।

২২ ডিসেম্বর রোববার টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার-এ আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ নিহোন (মুন)-এর কেন্দ্রীয় সভাপতি মোঃ ময়ীনুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও পেরেন্টিং স্পেশালিস্ট ডঃ মোহাম্মদ আরিফ। এছাড়াও বিশিষ্ট ইসলামিক স্কলার মোঃ আব্দুল আজিজ অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করার কথা থাকলেও স্বদেশে থাকার কারনে ভিডিও কলের মাধ্যমে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু খালিদ।

মুসলিম উম্মাহ নিহন(MUN)এর পরিচিতি তুলে ধরেন, মুসলিম উম্মাহ নিহন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান সিদ্দিকী সোহাগ।

আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী রাসুল (সঃ)এর দেখানো পথে মানুষের ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক জীবনের মান উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মাধ্যমে ইহকাল ও পরকালে মহান আল্লাহ তায়ালার পূর্ণ সন্তুষ্টি অর্জন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন।

এরপর তিনি কানতো অঞ্চলের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অমুসলিম দেশে ইসলাম প্রচারে জামায়াতবদ্ধ জীবনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন মুফতি মুহাম্মদ ইনায়েতুর রহমান।

দৈনন্দিন জীবনে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা মাসুম বিল্লাহ।

“অমুসলিম দেশে মুসলিম শিশু: চ্যালেঞ্জ ও সমাধান” নিয়ে বিশদ বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও পেরেন্টিং স্পেশালিস্ট ডঃ মোহাম্মদ আরিফ।
এরপর তিনি অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের সমাধান প্রদান করেন।

rahmanmoni@gmail.com

Leave a Reply