ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা নিহত একই পরিবারের চারজনের মধ্যে তিনজনকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিহত মা আমেনা আক্তার ও তার দুই মেয়ে ইসরাত জাহান ইমু ও রিহারকে আমেনা আক্তারের বাবার বাড়ির নন্দনকোনা গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়। আমেনা বেগেমের নাতি শিশু আয়েজকে তাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় প্রাইভেটকারে থাকা নিহত আয়েজের মা অনামিকা ও বাবা নূর আলম সোহান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তা ছাড়া আয়েজের ফুপু ও গাড়িচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আমেনা আক্তারের স্বামী ইকবাল হোসেন বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জে তার ভায়রার মৃত্যুর চার দিনের মিলাদের আয়োজনে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর এক সদস্যের ফোনে এতো বড় দুঃসংবাদ পাই। রাতে আমার শ্বশুর বাড়ির পারিবারিক কবরস্থানে আমার স্ত্রী ও সন্তানদের দাফন করা হয়।
এদিকে বেপরোয়া যাত্রীবাহী বেপারী পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিশু আব্দুল্লাহ নিহতের পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন আব্দুল্লার মা রেশমা বেগম। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ছয়জনে।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি শনিবার দুপুর ৩টার দিকে ঢাকা পোস্টকে বলেন, হাইওয়ের ধলেশ্বরী টোর প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দিতে অপেক্ষমাণ একটি মোটরসাইকেল, প্রাইভেটকারকে পেছন থেকে দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মোট ছয়জন নিহত হন।
ব.ম শামীম/এএমকে
Leave a Reply