মোজাফফর হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মেজবাহ উদ্দিন (৪২) নামে এক মসজিদের ঈমামকে কুপিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার সোনরং গ্রামের মো.আবু বক্কর এর ছেলে এবং উপজেলা আউটশাহী ইউনয়নের তাল গাছতালা মসজিদের ঈমাম ও সোনারং আদর্শ মহিলা মাদ্রাসার মহাদ্দেছ। (৭ জানুয়ারী) মঙ্গলবার দিাবগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ভাবে জানাযায় কে বা কাহারা মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে ঈমাম মেজবাহ উদ্দিন এর বাড়ীর কেচি গেটের তালা ভেঙ্গে রুমে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে যখম করে তাদের আতœ চিৎকারে এলাকা বাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভুগি মেজবাহ উদ্দিন জানান গত রাতে আমার বিলডিং এর কেচি গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দরজা ভেঙ্গে রুমের ভিতর ঢুকে ধারলো অস্ত্র দিয়ে এলো পাতারী আমাকে কুপিয়ে যখম করে এতে আমার মাথায় ও হাতে কোপ লাগে, আমাদের আতœ চিৎকারে এলাকা বাসী এগিয়ে আসলে তারা পলিয়ে যায় পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তারা উন্নত চিকিৎসার জন্য আমাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেয় সেখানে আমার মাথায় ১০টি ও হাতে ১৪টি সিলি দিতে হয়,সদর হাসপালে চেকিৎসা শেষে বাড়ীতে চলে আসি পরে অবস্থা খারাপ হলে আবার পুনরায় টঙ্গিবাড়ী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স হাসপালে ভতি হই। কাউকে চিনতে পারছেন কিনা এবং কারা এ ঘটনার সাথে জরিত থাকতে পারে জানতে চাইলে তিনি জানান তাদের মুখ বাধা ছিল তাদের আমি চিনতে পারি নাই তবে তার অল্প বয়েসি এবং স্মার্ট বলে আমার মনে হয়েছে, তাছারা আমি তাবলীগ জাময়াতের সাদ পন্থীদের অবাঞ্চিত ঘোষনা করে ও কোন মসজিদে যেন সাদ পন্থী তাবলীগ জামায়াত ঢুকতে না পারে ভিবিন্না জায়গায় বক্তব্য দিয়েছি তারা ও জরিত থাকতে পারে তবে আমি কাউকে চিনতে পারি নাই।
বুধবার বেলা ১১ টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আলেম ওলামার একটি প্রতিবাদ মিছিল করে। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম কে ফোন করা হলে সে ফোন রিসিভ না করে লাইনটি কেটে দেন। পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খানের সাথে যোগাযো করা হলে সে জানায় পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং আমরা ভিকটিমের সাথে কথা ও বলেছি তারা একটি অভিযোগ দিবে অভিযোগ পেলে আমরা দ্রæত তদন্ত করে আইন গত ব্যবস্থ গ্রহন করা হবে।
Leave a Reply