মুন্সিগঞ্জে ছাদ থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকরাম হোসেন (১৬) নামক এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাইয়ে মসজিদের ছাদ থেকে ঘুড়ি নামাতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত ইকরাম ঐ এলাকার ব্যাপারী বাড়ির বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে। তিনি পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র ।
জানা গেছে, নিজ বাড়ির মসজিদের ছাদ থেকে ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুতায়িত হন ইকরাম। তখন তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন
Leave a Reply