স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে স্থাপনা গুঁড়িয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন নামের এক ভুক্তভোগী সাংবাদিক। যিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে সাংবাদিক মোহাম্মদ জসিমউদ্দিন।

তার দাবি, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের গজারিয়ায় পুরান বাউশিয়া এলাকায় ১০ শতাংশ জমির ওপর নির্মিত ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেয় প্রতিপক্ষ। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয় তার।

তিনি অভিযোগ করে জানান, ঘটনাটি থানা পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। উল্টো জড়িতদের পক্ষ অবলম্বন করেছে পুলিশ।

তবে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ। তিনি বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ পেলে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ।’

খবরের কাগজ

Leave a Reply