মুন্সিগঞ্জে আলুর কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কা

আলুর আবাদি জমিতে পানির অভাবে এবার নানা সমস্যায় জর্জরিত মুন্সিগঞ্জের প্রান্তিক আলু চাষিরা। অন্যদিকে চলতি মৌসুমে বৃষ্টি না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কৃষি জমির আশেপাশের খাল-বিল প্রভাবশালী মহল ভরাট করে রাখায়, অধিকাংশ এলাকায় ব্যাহত হচ্ছে জমিতে সেচ কার্যক্রম। এতে ফলন কম হওয়ার পাশাপাশি, এবার লোকসানের শঙ্কায় রয়েছেন আলু চাষিরা। একইসাথে কৃষি জমি শুকিয়ে ফাটল দেখা দেওয়ায় এবার দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে।

সরেজমিনে বুধবার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আলুর রাজধানী খ্যাত মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে এখন শুধুই সবুজের সমারোহ। আলুর চারা গাছের পরিচর্যায় ব্যস্ত চাষিরা, তবে চলতি মৌসুমে কৃষি জমিতে পানি শূন্যতায় দেখা দিয়েছে ফাটল।

এতে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে না আলুর চারা গাছ। ফলে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ফলন প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে কৃষকের এ কর্মযজ্ঞ। আগাছা পরিষ্কার থেকে শুরু করে সেচ, সার, কীটনাশক প্রয়োগে চলে দিনভর ব্যস্ততা। ফলে আলু আবাদের মৌসুমে মুন্সিগঞ্জের দিগন্তজুড়ে ফসলি মাঠ ভরে উঠে আলু গাছের সবুজ পাতায়।

তবে চলতি মৌসুমের শুরুতেই এবার আলু আবাদে পড়তে হয়েছিল অসময়ের বৃষ্টির বিপত্তিতে, এতে নষ্ট হয় জেলার প্রায় ১২ হাজার হেক্টর জমিতে রোপনকৃত আলু বীজ। ফলে এসব জমিতেই আবাদ করতে হয় দুই দফা, অন্যদিকে অধিকাংশ জমিতে এ বছর আবাদ হয়েছে বিলম্বে। এমন পরিস্থিতিতে আশানুরূপ ফলন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের, পাশাপাশি ফলন ভালো না হলে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণেও দেখা দিয়েছে শঙ্কা।

সরজমিনে আরও দেখা গেছে,আলুক্ষেতগুলোতে কোথাও ইঞ্জিনচালিত মেশিনের মাধ্যমে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও জমিতে থাকা আগাছা পরিষ্কার ও কীটনাশক ছিটিয়ে রোগের হাত থেকে গাছ রক্ষায় কাজ করছে কৃষক-শ্রমিকেরা।

বিশেষ করে,সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার,বাংলাবাজার, মোল্লাকান্দি, শিলই ও আধারা, মহাকালি, বজ্রযোগিনী, রামপাল ইউনিয়ন এবং টংগিবাড়ী উপজেলার আলদি, ধামারণ, কাঠাদিয়া, শিমুলিয়া, যশলং, ধীপুরসহ বিভিন্ন গ্রাম এবং সিরাজদিখান, লৌহজং, গজারিয়া ও শ্রীনগর উপজেলাজুড়েও কৃষকের ব্যস্ততার দৃশ্য লক্ষ্য করা গেছে। তাদের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছে বিভিন্ন জেলার পুরুষ-নারী শ্রমিক ও কৃষকের পরিবারের সদস্যরাও।

একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর সারের দাম ও শ্রমিক খরচ বেশি। বৃষ্টির আগে দেশি ৫০ কেজি আলুর বীজ ছিল তিন হাজার ৪০০ টাকা । বৃষ্টির পরে সেই বীজ ছয় হাজার টাকা থেকে সাত হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। জমির ভাড়া খরচও অনেক বেশি। জমিতে পানি শূন্যতার কারণে ফাটল দেখা দেওয়ায় অতিরিক্ত ওষুধ ছিটানো এবং সেচ ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়বে আলুর দামের ওপরে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে কৃষকের লোকসান এড়াতে সরকারিভাবে আলু ক্রয় করে মজুদ রাখার প্রস্তাবনা – সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত। তিনি বলেন, জেলার কিছু কিছু জমি থেকে আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। বাজারে ভালো দামও পাওয়া যাচ্ছে। কিন্তু বর্তমানে যে আলু জমিতে রয়েছে সেগুলো উত্তোলন শুরু হবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে।

তিনি আরও বলেন, আবহাওয়া ধারাবাহিকভাবে বেশি কুয়াশাচ্ছন্ন থাকলে কিছুটা সমস্যা হতে পারে। আমরা এ বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে ছত্রাকনাশক ওষুধ দেওয়া হয়। যদি পরিস্থিতি অতিরিক্ত খারাপ হয়ে যায়, তাহলে কৃষকরা যাতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেয়।

এছাড়া জেলায় নভেম্বরের শুরুতেই সদর, সিরাজদিখান, লৌহজং, টংগিবাড়ী, গজারিয়া ও শ্রীনগর উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে আলু আবাদ করা হয়েছে। তবে সবচেয়ে বেশি আলু আবাদ হয়েছে জেলা সদরে। গেল দুই বছর আলুর বাজারমূল্য ভালো থাকায় চলতি মৌসুমি আলু আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের, এবার জেলায় ৩৪ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। এ বছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে প্রায় ১০ লাখ ৪৫ হাজার ১৯৫ মেট্রিক টন।

প্রতিনিধি/ এমইউ

Leave a Reply