প্রবাসী সৈকত হত্যা মামলায় আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রবাসী সৈকত হত্যা মামলার আসামি মো. লোকমান খান স্বপনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। পাবনার বেড়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসিন্দা জহিরুল হকের (৩৮) সঙ্গে প্রতিবেশী লোকমান খান স্বপনের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। গত ৪ জানুয়ারি জহিরুল হকের ছোট ভাই সৈকত এক মাসের ছুটি কাটাতে সৌদি আরব থেকে বাড়ি আসেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতার জের ধরে ১৫ জানুয়ারি সন্ধ্যায় লোকমানসহ চার-পাঁচজনের কয়েকজন সিরাজদিখান থানাধীন খালপাড় এলাকায় পাকা ব্রিজের ওপর সৈকতকে একা পেয়ে ধারাল নিয়ে এলোপাতাড়ি হামলা করে।

গুরুতর আহত সৈকতকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। ২৭ জানুয়ারি বিকেল হাসপাতালের নিউরো আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সৈকত মারা যান। এ ঘটনায় সৈকতের বড় ভাই মো. জহিরুল হক বাদী হয়ে লোকমানসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১২ এর সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার বেড়া থানাধীন এলাকায় অভিযান চারিয়ে লোকমান হোসেন স্বপনকে গ্রেফতার করে র‌্যাব-১০। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সময় সংবাদ

Leave a Reply