সিরাজদীখানে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে জখম

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার রামকৃষ্ণদি গ্রামে ফসলি জমিতে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপনকে (৪০) পিটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবক দল নেতাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রামকৃষ্ণদি গ্রামের ইকবাল মাদবর (৪৮) ও জহির মাদববের (৪৫) নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবত ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটছিলো। এতে স্থানীয়রা বেশ ক্ষুব্ধ ছিলো। শনিবার রাতেও ওই গ্রামের জমিতে চক্রটি মাটি কাটতে গেলে স্থানীয়দের অনুরোধে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন সেখানে ছুটে যায়। এসময় তিনি মাটি কাটতে ওই চক্রকে বাঁধা দেয় ও মোবাইল ফোনে ভিডিও করতে থাকে। এক পর্যায়ে মাটি কাটা চক্রের লোকজন স্বেচ্ছাসেবক দল নেতাকে এলোপাতাড়ি পোটায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত স্বেচ্ছাসেবক নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় প্রেরন করেন। বর্তমানে তিনি ঢাকার আলী আজগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত জহির মাদবর বলেন, রামকৃষ্ণদি গ্রামে আমি ও আমার ভাই মাটি কাটার সঙ্গে জড়িত নই। শনিবার রাতে রিপনের উপরে যে হামলা হয়েছে তার সাথেও আমরা জড়িত না। মারধরের বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

সিরাজদীখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ. ন. ম ইমরান খান জানান, ওই গ্রামে অবৈধ মাটি কাটা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করে আসছিলো। ওই রাতে একটি চক্র মাটি কাটতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হচ্ছে খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় স্বেচ্চাসেবক দলের নেতাকে উদ্ধার করেন তারা। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন

Leave a Reply