ঢাকার কৃষি ও মাছের বড় আধারটির জীববৈচিত্র্য পুনরুদ্ধারের উদ্যোগ

আড়িয়ল বিল দূষণের উৎস চিহ্নিতকরণে চলছে সমীক্ষা
রাজধানী ঢাকার কৃষিপণ্য ও মাছের বড় একটি অংশই একসময় পূরণ হতো পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের আড়িয়ল বিল থেকে। দেশের ঐতিহ্যবাহী বৃহৎ এ জলাশয় এক দশক ধরে সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পের নামে দ্রুত ভরাট শুরু হয়।

রাজধানী ঢাকার কৃষিপণ্য ও মাছের বড় একটি অংশই একসময় পূরণ হতো পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের আড়িয়ল বিল থেকে। দেশের ঐতিহ্যবাহী বৃহৎ এ জলাশয় এক দশক ধরে সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পের নামে দ্রুত ভরাট শুরু হয়। এতে মারাত্মক বিঘ্নিত হয়েছে বিলের বাস্তুতন্ত্র। সরকার এর জীববৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। চলছে সমীক্ষার কাজ। আড়িয়ল বিল দূষণের উৎস চিহ্নিত, সীমানা নির্ধারণসহ আটটি বিষয়ে এ কাজ চলমান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আড়িয়ল বিল এলাকার জীবনযাত্রার মান এবং পানি ও ভূমিসম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সমীক্ষার কাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। চলতি বছরের জুনে কাজটি শেষ হওয়ার কথা ছিল। আরো দুই মাস বাড়িয়ে অক্টোবর পর্যন্ত করা হয়েছে প্রকল্পের মেয়াদ। এ সমীক্ষায় আড়িয়ল বিলের জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সে অনুযায়ীই পদক্ষেপ নেবে সরকার।

উন্নয়ন প্রকল্পের নামে ভরাট করা হচ্ছে মুন্সিগঞ্জের আড়িয়ল বিল | ছবি: নিজস্ব আলোকচিত্রী

আড়িয়ল বিল রক্ষায় পাঁচটি করণীয় নির্ধারণে সমীক্ষাটি চলমান রয়েছে। সেগুলো হলো আড়িয়ল বিলের মূল এলাকা চিহ্নিত করা, আরএস মৌজা ম্যাপের ভিত্তিতে আড়িয়ল বিলের খাসজমি চিহ্নিত, বিল এলাকায় ইকোট্যুরিজম এলাকাগুলো উন্নয়ন, বিলের পরিবেশ ও বাস্তুতন্ত্রে প্রভাব ফেলবে না এমন নিরাপদ এলাকায় পৌর বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা এবং দূষণপ্রবণ এলাকা চিহ্নিত করা। তবে গত ১২ জানুয়ারি অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরো তিনটি লক্ষ্য যোগ করেন। সেগুলো হলো বিল এলাকার সম্পদের বিস্তারিত ম্যাপ তৈরি; বর্ষার আগে, বর্ষা মৌসুমে ও বর্ষার পর বিলের পানির গুণগত মান যাচাই এবং দূষণপ্রবণ এলাকার পাশাপাশি দূষণের সোর্সও খুঁজে বের করা। প্রথমে সমীক্ষার জন্য ব্যয় নির্ধারণ করা হয় ৮ কোটি ৪৯ লাখ টাকা। পরবর্তী সময়ে বরাদ্দ বাড়িয়ে সেটা ৯ কোটি ৪২ লাখ টাকা করা হয়।

সমীক্ষার কাজটি করছে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)। জানতে চাইলে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এসএম মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘‌আমাদের সমীক্ষার কাজ প্রায় শেষের দিকে। এ মাসের মধ্যেই একটি ড্রাফট করে ফেলতে পারব। আমরা দেখেছি, বিলের মধ্যে যেসব সোর্স থেকে পানি আসত এবং পদ্মা পর্যন্ত তা যেত সেগুলো মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তাছাড়া সরকারিভাবেও বেশকিছু সড়ক নির্মাণ করা হয়েছে, দূষণের উৎস রয়েছে, এগুলো অপসারণের সুপারিশও করব আমরা।’

খোঁজ নিয়ে জানা যায়, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অবস্থিত আড়িয়ল বিলের একাংশ ভরাট করে নির্মাণ হচ্ছে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক। প্রকল্পটির ভূমি উন্নয়নের কাজ প্রায় শেষের দিকে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি পার্ক ছাড়াও বিল ভরাট করে নির্মাণ হচ্ছে নানা আবাসন ও শিল্প-কারখানা। তৈরি হয়েছে কিছু সড়ক। এতে আরো ভরাট হয়ে পড়েছে বিল। বাধাগ্রস্ত হয়েছে বিলের পানিপ্রবাহ। হুমকিতে পড়েছে দেশী মাছ এবং কৃষিকাজের বড় আধার হিসেবে পরিচিত আড়িয়ল বিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আড়িয়ল বিলে ধান ও বিভিন্ন রবিশস্যের চাষ হয়। তাছাড়া একসময় প্রচুর শোল, গজার, কই, শিং, মাগুরসহ দেশী মাছ পাওয়া যেত। মাছ ছাড়াও বর্ষায় পাওয়া যেত অনেক শামুক, তা বিক্রি করেও অনেকে জীবিকা নির্বাহ করত। এখন সবই নিকট অতীত।

বিলের ভেতর পানিপ্রবাহ ব্যাহত এবং অনেকগুলো স্থাপনা নির্মাণের কারণে এখন আর তেমন মাছ পাওয়া যায় না বলে জানান সিরাজদিখানের জেলে ইমরান হোসেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই এ বিলে মাছ ধরেছি। এখনো মাছ ধরেই জীবিকা নির্বাহ করছি। কিন্তু আগে যে পরিমাণ মাছ পেতাম এখন তার অর্ধেকও মেলে না। বিলের পানি এখন আবদ্ধ হয়ে পড়ছে। জায়গায় জায়গায় রাস্তা হয়েছে। কোথাও আবাসন হচ্ছে। তাহলে মাছ হবে কীভাবে?’

বিলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ায় কমছে কৃষিজমির উৎপাদনশীলতাও। স্থানীয় বাসিন্দা আরমান আলী জানান, বছর দুই আগে তিনি আড়িয়ল বিলের দুই বিঘা জমি বিক্রি করে দিয়েছেন। কারণ জমিতে আগের মতো ফসল হয় না। মাছও পাওয়া যায় কম। এজন্য একটি ডেভেলপার কোম্পানির কাছে জমি বিক্রি করে দিয়েছেন তিনি।

সরজমিনে আড়িয়ল বিল এলাকার বড় একটি অংশ ঘুরে দেখা গেছে, এখানকার বৃহদংশ এখনো কৃষিকাজেই ব্যবহার হচ্ছে। তবে বিল ভরাট করে নির্মিত রাস্তার পাশের সড়কে আবাসন ও বিপণিবিতান গড়ে তোলার প্রবণতা বেড়েছে। সিরাজদিখান এলাকায় বিসিকের শিল্প পার্কের আশপাশে অনেক রিসোর্ট, কারখানা, জ্বালানি তেলের পাম্পও নির্মাণ হচ্ছে।

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। সে সময় এখানকার প্রাণবৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা। প্রবল আন্দোলনের মুখে ওই বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসে তৎকালীন সরকার।

আড়িয়ল বিল রক্ষায় স্থানীয়দের সঙ্গে মাঠে নেমেছিলেন পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হকও। বিলটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বণিক বার্তাকে তিনি বলেন, ‘প্রাণবৈচিত্র্য সংরক্ষণে আড়িয়ল বিলের আলাদা গুরুত্ব রয়েছে। দেশী মাছের অন্যতম আধার এ বিল। এখানে পরিযায়ী পাখি আসে। কৃষির জন্যও এ জলাশয়ের খ্যাতি আছে। যেহেতু সরকারি বিভিন্ন অবকাঠামোর কারণে বিলটির ওপর বিরূপ প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে, কালবিলম্ব না করে এখনই সেটিকে সংরক্ষণে সরকারকে উদ্যোগী হতে হবে।’

বনিক বার্তা

Leave a Reply