মোজাফফর হোসেন : মুন্সীগঞ্জের চারটি সংসদীয় আসন পুনঃ বহালের দাবিতে লংমার্চ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ‘মুন্সীগঞ্জ জেলার ৪টি আসন বাস্তবায়ন কমিটির” উদ্যোগে সিরাজিদখানের বুড়িগঙ্গা সেতু থেকে লংমার্চ ও গণ সংযোগ শুরু হয়। পরে দিনভর শ্রীনগর ছন বাড়ি হয়ে কুন্ডের বাড়ির ব্রিজ, বেতকা, আব্দুল্লাহপুর , টঙ্গিবাড়ী উপজেলা মাঠে পথ সভা করে , আলদী বাজার, দিঘীরপার, হাসাইল হয়ে মুন্সীগঞ্জে গিয়ে এই গনসংযোগ ও লংমার্চ শেষ হয়।
এসময় লংমার্চকারীরা জানান, ২০০৭সালের আগ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় ৪টি আসন ছিলো। এতে বেশি বরাদ্দের পাশাপাশি জেলা আর্থ সামাজিক উন্নয়নের জন্য জনপ্রতিনিধির সংখ্যাও ছিলো বেশি। তবে আসন সংকুচিতের কারনে বরাদ্দ বঞ্চিত তথা নানা সংকটে পড়তে হয়েছে জেলা বাসীকে। এখন জেলাবাসীর প্রাণের দাবি চারটি সংসদীয় আসন পুনঃবহাল করা। মুন্সীগঞ্জ জেলার জনগণের মাঝে ন্যায্য অধিকার আদায়ের জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং অধিকার বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়।
৪ টি সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির মুখপাত্র, অ্যাডভোকেট মহসিন মিয়া তার বক্তব্যে বলেন, ২০০১ সালের সীমানা অনুযায়ী মুন্সিগঞ্জ জেলায় ৪ টি সংসদীয় আসন বিদ্যমান ছিল । ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এর চারটি আসনকে কেটে তিনটি সংসদীয় আসন করেন। পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা বাসী জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফ্যাসিবাদী হাসিনা সরকার একে বাস্তবায়ন করেন। সেই সাথে আমাদের জেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করেন।
তাই আমাদের মুন্সীগঞ্জ জেলাবাসীর প্রাণের দাবি আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই আমাদের ৪ টি সংসদীয় আসন পূর্ণবহাল করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন চলবে।
এই লংমার্চ এবং গণসংযোগ কর্মসূচি তে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মীরকাদীম পৌরসভার সাবেক মেয়র মোঃ হোসেন রেনু , টঙ্গিবাড়ি উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খাঁন আসিক, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির নির্বাহী সদস্য মাহবুব আলম বাচ্চু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, ঢাকা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আক্তার হোসেন সোহেল, প্রজন্ম বিক্রমপুর এর কেন্দ্রীয় কমিটির কো-অডিনেটর বলরাম বাহাদুর, কামারখারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার প্রমুখ।#
Leave a Reply