মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রেমঘটিত বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ছুরিকাহত ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রেমিক মো. রাকিব শেখ (৩৫) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তিনি ছাতিয়ানতলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসীর স্ত্রী ওই নারীর সঙ্গে স্থানীয় যুবক রাকিবের প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। ঘটনার দিন নির্জন স্থানে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে রাকিব শারীরিক সম্পর্কের চেষ্টা করলে ওই নারী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাকিব তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রাকিবকে আটক করে এবং আহত নারীকে দ্রুত হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঢাকা পোস্টকে বলেন , এ ঘটনায় ওই নারীর চাচা শ্বশুর আব্দুর রব বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে অনেকে বলছেন। আহত নারী ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছে।
ব.ম শামীম/আরএআর
Leave a Reply