জুলাই মাসের গণ-আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপ নির্ণয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খাঁন সোহেল বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে এবং জনসেবার অঙ্গীকার তুলে ধরতেই এই কর্মসূচি। বিজয়ের লক্ষ্যে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।”
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, মুন্সীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লবসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অবজারভার
Leave a Reply