শ্রীনগরে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে নিমাই মন্ডল নামে অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

এর আগে গত ২২ জুন জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে। অভিযুক্ত নিমাই ওই গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে।

পুলিশ জানিয়েছে, খাবারের প্রলোভন দেখিয়ে প্রথমে ভুক্তভোগী শিশুর সঙ্গে সখ্যতা গড়ে তোলে বৃদ্ধ নিমাই মন্ডল। এরপর গত ২২ জুন দুপুরে শিশুটিকে বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন চালায়। পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে ব্যাথায় কাতরাতে থাকে, এমনকি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়।

এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘটনা খুলে বলে ভুক্তভোগী ওই শিশু। এদিকে ঘটনাটি গ্রামে জানাজানি হলে অভিযুক্ত বৃদ্ধ নিমাই মন্ডল গা ঢাকা দেন।

শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা জানান, বুধবার রাতে শিশুর বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই রাতেই মামলা রুজু করে পুলিশ। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দেশ রুপান্তর

Leave a Reply