পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিখোঁজ ১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে মোজাম্মেল (৩৭) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর পদ্মা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যবসায়ী মোজাম্মেল হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়ায় পদ্মা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ব্যবসায়ী মোজাম্মেল। ছবি : এনটিভি

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বিকেলে মোজাম্মেলসহ চার বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হন। এ সময় ঘুরাঘুরি একপর্যায়ে নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হন। এ সময় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শফিকুল ইসলাম আরও জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে অভিযান চলছে।

এনটিভি

Leave a Reply