সরকারি হরগঙ্গা কলেজের ইতিহাস
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন এর রাউতভোগ গ্রাম এর শ্রী আশুতোষ গাঙ্গুলী নামের এক মহৎ হৃদয়ের ব্যক্তি এই জনপদের শিক্ষা বিস্তারের জন্য অত্র অঞ্চলে একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তিনি তার লক্ষ্য পূরণের জন্য তদানীন্তন উপবিভাগীয় প্রশাসন এবং ধনিক শ্রেণীর নিকট সহায়তা কামনা করেছিলেন। কতিপয় শিক্ষাবিদ বিশেষ করে স্থানীয় আইনজীবি শ্রী সতীশ চন্দ্র ভট্টাচার্য, তদানীন্তন মুন্সীগঞ্জ মহকুমার উপবিভাগীয় ম্যাজিষ্ট্রেট জনাব এ.এইচ.এম ওয়াজির আলী (শেরে বাংলা ফজলুল হকের ভাগ্নে এবং জামাতা যিনি পরবর্তীকালে পদোন্নতি পেয়ে উপবিভাগীয় বিচারক হয়েছিলেন) প্রমূখ তাঁকে আন্তরিকতার সঙ্গে এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এই মহাবিদ্যালয়টি শ্রী আশুতোষ গাঙ্গুলীর এক লক্ষ রুপী অনুদানের ফলে এবং তার মহানুভবতার কারণে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজটির নাম হরগঙ্গা কলেজ রাখা হয় শ্রী আশুতোষ গাঙ্গুলীর পিতা শ্রী হরনাথ গাঙ্গুলী এবং মাতা গঙ্গাশ্বরী দেবীর নামের প্রথম অংশ অনুসারে। ১৯৩৮ সালের ১৮ ডিসেম্বর তারিখ ব্রিটিশ রাজের অধীনে অবিভক্ত বাংলার (ভারতবর্ষের অন্তর্ভূক্ত) তৎকালীন মূখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম শুরু হয়েছিল ১৯৩৯ সালে। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী বিরেন্দ্র মুখার্জী। যিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সী কলেজে নেতাজী সুভাষ চন্দ্র বোসের সমসাময়িক ছিলেন।
কলেজটিতে ১৯৪১ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কর্মমুখী শিক্ষা প্রদানের ব্যবস্থা চালু ছিল। ১৯৪১ সালে কলেজের গ্রন্থাগারে প্রতিষ্ঠাতা শ্রী আশুতোষ গাঙ্গুলীর মার্বেল পাথরের একটি মূর্তী স্থাপন করা হয় এবং ১৯৪২ সালে তাঁর নামানুসারে কলেজ এর অডিটোরিয়াম এর নামকরণ করা হয়। শ্রী গাঙ্গুলী তাঁর পূর্বের অনুদানকৃত অর্থের চেয়ে দশ হাজার রুপি বেশি প্রদান করেছিলেন। ১৯৪২ সালে একটি সুরম্য তিনতলা ছাত্রাবাস কলেজ পুকুরের উত্তর দিকে নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে মোহাম্মদ আলী সিনহা যিনি লৌহজং উপজেলার কলমা অঞ্চলের অন্তর্গত ডহরি গ্রামের একজন হৃদয়বান ব্যক্তি ছিলেন, তিনি মুসলমান শিক্ষার্থীদের আবাসিক সুবিধার জন্য দশ হাজার রুপি অনুদান প্রদান করেছিলেন। সেই অর্থ দিয়ে কলেজ পুকুরের দক্ষিণ পার্শ্বে অবস্থিত মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ছাত্রাবাসটি ক্রয় করার পর সেই স্থানে মো: আলী সিনহার নামে ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পূর্বে এই আবাসনটিতে শিক্ষকরা বসবাস করতেন। বর্তমানে এই আবাসনটির কোন অস্তিত্ব নেই। তবে উক্ত স্থানে সরকারি অনুদানের একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। যেটি এখন ছয়টি স্নাতক বিভাগের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
১৯৬২ সালে এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং স্বনামধন্য নাট্যকার আযীম উদ্দিন আহমেদ (যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র খ্যাত প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদের পিতা) কলেজের পুকুরের পশ্চিম পাড়ে একটি মসজিদ এবং পূর্বপাড়ে একটি ব্যায়ামাগার স্থাপন করেছিলেন। বর্তমানে ঐ ব্যয়ামাগারটির কোন অস্তিত্ব নেই। ১৯৬৬ সালে সরকারি অনুদানে কলেজের মূল ফটকের বিপরীতে অধ্যক্ষের বাসভবন নির্মিত হয় তৎকালীন অধ্যক্ষ জি. এম. এ মান্নান এর তত্ত্বাবধানে। অতঃপর ১৯৮০ সালের ১লা মার্চ কলেজটি জাতীয়করণ করা হয়। ২০০০ সালে অধ্যক্ষ প্রফেসর জীতেন্দ্র লাল বড়ুয়ার সময়ে কলেজ পুকুরের দক্ষিণ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে একটি ত্রিতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছিল। ইতিপূর্বে ১৯৯৫ সালে পুকুরের পশ্চিম পাড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নামে ১০০ শয্যা বিশিষ্ট একটি চারতলা ছাত্রাবাস নির্মাণ করা হয়। পরবর্তীকালে ২০০৭ সালে কলেজ মাঠের পশ্চিম দিকে পুরাতন একতলা বিজ্ঞান ভবনটি ভেঙ্গে সেই স্থানে স্যার জগদীশ চন্দ্র বসুর নামে একটি দ্বিতল বিজ্ঞান ভবন এবং কলেজের উত্তর দিকের সীমানায় তাপসী রাবেয়া বসরী নামে একটি ছাত্রী নিবাস নির্মাণ করা হয়। অধ্যক্ষ প্রফেসর আয়েশা শিরিন এর উদ্যোগে ২০০১ সালে কলেজ প্রাঙ্গনে “মাতৃছায়া” নামে তিনটি ছাতা নির্মিত হয়েছিল। যেগুলো কলেজ ক্যাম্পসের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে কলেজ প্রাঙ্গনের উত্তরদিকে এবং অধ্যক্ষের বাসভবনের পূর্বদিকে অবস্থিত পুকুরের দক্ষিণ পাড়ে কলেজের মসজিদ কমিটির তত্ত্বাবধানে একটি জামে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণ কাজে কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষকমন্ডলী, কর্মচারীবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ আর্থিক সহযোগিতা করেছেন। ২০০৪ সালে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মেহেরুন নেসা ও উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক হাওলাদার এর সার্বিক উৎসাহে মসজিদটির নির্মাণ পরিকল্পনা করা হয় এবং মসজিদ নির্মাণে মন্ত্রণালয়ের অনুমোদন নেয়া হয়। এসময়ে পুকুরটির দক্ষিণ পার্শ্ব পাইলিং ও বালু ভরাটের কাজ শুরু হয়। পরবর্তীতে ২০০৬ সালে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন মিয়াজীর সময়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০০৮ সালে অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক এর সময়ে শেষ হয়। ২০০৮ সালে বংলাদেশ সরকারের তদানীন্তন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ ছাত্রদের যাতায়াতের সুবিধার্থে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫২ আসন বিশিষ্ট একটি বাস প্রদান করেন। ২০০৯ সালে গাড়িটি রাখার জন্য একটি গ্যারেজ নির্মাণ করা হয়। বর্তমানে কলেজের দ্বিতল বিজ্ঞান ভবনটি চারতলা করার কাজ শুরু হয়েছে। এছাড়া পুরাতন ছাত্রাবাসের স্থানে ২০০ শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাস এবং মূলভবনের পেছনে পাঁচতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য সরকারি অনুমোদন পাওয়া গেছে। স্বল্প সময়ের মধ্যে এ নির্মাণ কাজ শুরু হবে।
বর্তমানে কলেজটিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে দুই হাজার তিনশত জন শিক্ষার্থী, স্নাতক (পাস) শ্রেণিতে ৯৫০ জন শিক্ষর্থী, বিভিন্ন স্নাতক (সম্মান) শ্রেণিতে ২৬৫০ জন শিক্ষর্থী জন শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ে তিনশত জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই কলেজের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৭৪০০। ২০০২-২০০৩ শিক্ষাবর্ষ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণিতে কম্পিউটার শিক্ষা বিষয় চালু করা হয়েছে। কলেজটিতে ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয় এবং ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে অর্থনীতি, সমাজকর্ম, রসায়ন, প্রাণিবিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে কলেজটিতে ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান এবং হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হয়। পরবর্তীকালে ২০০১-২০০২ শিক্ষাবর্ষে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর কোর্সে চালু করা হয়। এছাড়া ২০১০-১১ শিক্ষাবর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন ও গণিত বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়। বর্তমানে কলেজটিতে চৌদ্দটি বিষয়ে স্নাতক (সম্মান) এবং সাতটি বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন এর সুবিধা রয়েছে।
History of Haraganga College
A noble hearted man named Mr. Ashutosh Ganguly of Routvog village in Dhipur union of Tangibari Thana of Munshiganj district had taken initiative to set up this college for the assistance of the students in this region.A noble hearted man named Mr. Ashutosh Ganguly of Routvog village in Dhipur union of Tangibari Thana of Munshiganj district had taken initiative to set up this college for the assistance of the students in this region. He sought help from erstwhile sub divisional administration and elite process to execute his target. Some educationist especially local lawyer Mr. Satish Chandra Vottachaja, erstwhile sub-divisional magistrate and later on sub-divisional judge A.H.M. Wajir Ali (The nephew and son-in-law of Sher-E-Bangla) extended his helping hands cordially. This college was established for the whole hearted assistance as well as the donation of 1, 00,000 (one lac rupee) of Ashutosh Ganguly. The college was named as Haragana College after the first part of the name of Ashutosh Ganguly’s father Mr. Haranath Ganguly and Mother Gangaswari Devi.
Sher – E – Bangla Fazlul Haque (The Chief minister and education minister of Bangla of erstwhile India under British regime ) laid the foundation stone of the college on the 18th December of 1938. The formal academic activities started in 1938. The first principal of the college was Mr. Birendra Chandra Mukarji. He was 5 years senior to Netaji Suvash Chandra Bosh in Presidency College.
An arrangement of vocational education was running in the college from 1941 to 1946. A marble statue of the founder Ashutosh Ganguly was placed in the library in 1941 and the auditorium was named after his name 1942. Mr. Ganguly donated 10,000 rupee more in addition to previous 1,00,000 rupee. A nice looking three storied student hostel was set up on the northern side of the college pond in 1942. Later on, Md. Ali Sinha , a kind hearted man of Dohori , village in Kalma of Lauhojong Thana donated 10,000 rupee for the residential facilities of muslim students. With this money after purchasing the old hostel of munshiganj high school , a student hostel for the students was built which was named of ‘Mohammad Ali Sinha Hostel’. Before liberation, the teachers lived in this old building. At present the building is no more. Here , a two storied were constructed with the sanction of Govt. money which are still used as the offices and classes of seven honors departments.
The principal of the college , Azimuddin Ahmed , a renowned dramatist set up a mosque in the western side of the pond and a gymnasium in the eastern side in 1962. At present, the gym does not exist. The principal G.M Mannan constructed the principal’s quarter just opposite to the main gate of the college in 1966 with the grant of Govt. fund. Science coaching of B.S.C was started in 1967. The college was nationalized on the 1st march of 1980.
During the time of Principal Professor Jitendra Lal Borua, a three Storied Academic building was established in 2000 on the south side of the pond inside the college campus in the name of the father of nation, “Bangabandhu Sheikh Mujibur Rahman”. Earlier, a new four storied student hostel named Shaheed Ziaur Rahman Hall was built in 1995. Afterwords, A two storied science building was constructed in the western side of the college ground and a girl’s hostel named Taposhi Rabeya Basri Hall was built in the northern boundary of the college was built in 2007. A fifty two seated student bus was donated to the college by the Chief Advisor of care taker government, Dr. Fakhruddin Ahmed in 2008. The garage of the bus has been built in 2009. Two umbrellas named “Matrichhaya” were built with the initiative of principal Professor Ayesha Shirin Rahman in 2001 that have been added to the beauty of the college. Besides, a new hostel of 200 beds and a five storied academic building have been approved by govt. to be built within a short time.
The students , the teachers and the office stuff set an example by donating much for the construction of a new mosque in the Northern side of the college campus. The local leaders and other people have also helped a lot. The construction work of the mosque started in 2007 during Professor Mohiuddin Miaji and ended in 2008 during the time of principal Professor Md. Mojammal Haque.
There are 2300 students in science, humanities and business studies groups of H.S.C level, 1000 students in B.A (pass ) , 3800 students in different Hons. Courses and 300 students in Masters Level. The total students of the college are nearly 7400. Computer Studies and Finance Production & Marketing subjects have been opened in the H.S.C level. Honors courses in Bangla , English , Political Science , Physics, Botany and Accounting were started in the session 1995-1996, Economics , Social Work , Chemistry , Zoology and Management were started in 1997-1998 and Islamic History & Culture, Philosophy and Mathematics started in 2010-2011 session. Masters courses in English, Bangla, Political Science, Physics, Botany and Accounting have been opened in 1999-00. later on, masters course on Social Work was opened in 2001-02.
At present , there are Hons courses on fourteen subjects and Masters courses on seven subjects.
Dear Boss , Osonkho Dhonnobaad , Emon ekti link diye Itihas janar suzug kore dewar jonno
আপনাকেও অনেক ধন্যবাদ এ যাত্রায় সাথী হওয়ার জন্য…
আজ আর সেই প্রিয় কৃষ্ণচূড়া গাছটি নেই ।
Thanks a lot Mr.Taiyab.I am a student of this college.infuture you give more update information about Munshigonj.Thanks a lot of my heart.
u welcome Mr. Shahiduzzaman…
Dear Mr. Shakil,
I already talked to the administrator of this site, they will update ASAP. Thx.
Dear MR.Tayab,
It’s been a long time. I wrote something about HGC website to fixed it.You are the only one person, who could focus about the error to the administrator.Waiting for your response & positive action towards this matter to right person.
Regards
Shakil
munshigonj college ar etihas pore onak ojana keso jante parlam.valo loglo.
It’s really disgusting , whenever I clicked on the college websites. Never showed me the original site. Always drive this to some mumbo-jumbo freaky web page. I love my ex-college from bottom of my heart. Someone should take initiative step. Hoping my comments will focus about some responsibility to solve this problem.
Dear MR.Tayab,
You have done such an extra ordinary job. May Allah bless you. My last time as a stuednt In Haraganga College was 2002.
I finished my bachelor at that time. I am really thrilled when i found this college history & website. Present myself thousand miles away from Bangladesh. I love this college from bottom of my heart. I wish If i had a time machine, i could have gone back to my college old days. I came last year in munshiganj also visit my lovely place HGC. But so many changed, some new buildings. I feel like to see those my mates whose were in my class. Unfortunately, i couldn’t remember their name. If someone has completed his Bachelor in BSS please send me an e-mail shakilsa_2007@yahoo.com.au or Face book Md M Shakil. I am looking forward to see some updated newsletter also exceptional pictures.
Appreciated…
Taiab, are you younger brother of Taher?
Yes, I am. and You. Thanks.
Nostalgic Haraganga College!!! A lot of memories….
my mother was a student of this collage.., nd i m proud to knw…..@ thanks to u deep in my heart..@ tayeb vai
Pleasure is all mine….@Kabir
যে নষ্ট ছেলেদের কথা লিখেছি তাদের নাম কেন দিলাম না এ প্রশ্ন আমাকে অনেকে করেছে । আমি তাদের একজনের নাম জানি _ হেলাল। বাকিরা তার সাঙ্গপাঙ্গ । কেউ কলেজের ছাত্র, কেউ নয় । বেশ কিছুদিন ধরেই তারা শিক্ষক-ছাত্র সবাইকে তাদের অধস্তন কর্মচারী বা চাকর-বাকর মনে করছে ।শুনেছি তাদের মহান নেতার নাম জননেতা মহিউদ্দিন।
আমাদের সবার প্রিয় শুভংকর, বাংলা বিভাগের শুভংকর, মুন্সিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় পরিচিত মুখ, সদাহাস্য শুভংকরকে ওরা লাঞ্ছিত করেছে। শুভংকরের প্রিয় প্রাঙ্গন হরগঙ্গা কলেজের ভেতরই ওরা নিকৃষ্ট কুকুরের মত, নোংরা কীটের মত তার গায়ে আঘাত করেছে। ওরা নাকি ছাত্রলীগের সোনার ছেলে !! শুভংকরের পাদুকা হওয়ার যোগ্যতাও যাদের নেই তারা লাইসেন্স পেয়েছে তাকে অপমানিত করার, এ তো তাদের ভাগ্য। তারা কী সে সুযোগ ছাড়বে? শুভংকরের অপরাধ কী তা আমরা সবাই জানি। কয়েকদিন আগেই কলেজে যে অন্যায়টি ঘটে গেল তার সাহসী প্রতিবাদ সে করেছিল। অন্যায়ের প্রতিবাদ করলে রক্ষা নাই- এটাই এই নষ্ট সময়ের তকমা। তবুও শুভংকরের মত ছেলেরা প্রতিবাদ জানায় নষ্ট সমস্ত কিছুর বিরুদ্ধে, প্রতিবাদ জানায় পঁচে যাওয়া সমাজ, শিক্ষা-প্রতিষ্ঠানের অচলায়তন কুঠরিতে সকল নষ্টামি-ভ্রষ্টামির বিরুদ্ধে। যারা তার কণ্ঠ রোধ করতে চায় তারাতো এ সমাজেরই সৃষ্টি , আমাদের নষ্ট সময় আর ভ্রষ্ট রাজনীতির সৃষ্টি। তবে যখনই সেই সময় আসে -‘লাগবে লড়াই মিথ্যা এবং সাচায়’ -তখনই আমরা মুখ লুকাই নিরাপদ গর্তে। আমরা তা দেখেও দেখতে চাই না, উটের মত বালিতে মুখ বুঁজে পড়ে থাকি ঝড়ের আশংকায়, আত্মস্বার্থের নিরাপদ কোণে আরশোলার মত লুকিয়ে যাই। এর পরও শুভংকর পুলিশের সাহায্য নিতে চায় নি, কারণ কী তাও আমরা জানি। এমনকি সংবাদপত্রের এক কলাম ইঞ্চি যায়গাও সে দখল করতে চায়নি, কারণ কী তাও আমরা জানি। আমরা সবাই কীবতার চূড়ান্তে পৌঁছে গেছি। যে নষ্ট ছেলেগুলো একের পর এক এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে তাদের প্রতি আমার তাচ্ছিল্য মিশ্রিত করুণা নিক্ষেপ করলাম। তাদের পরিচালক যে বা যারা অদৃশ্য মুষিকের মত কেটে যাচ্ছে আমাদের স্বপ্নসাধ তাদের প্রতি আমার ঘৃণার আক্রোশ বিষাক্ত ফণার মত তুলে রাখলাম সর্বদা। আমাদের মত ডানাহীন উটপাখির কী বা করার আছে। আমাদের প্রতিবাদ পৌঁছে যাক নষ্ট মানুষগুলোর হৃদপিণ্ডে, আমাদের অভিশাপ ওদেরকে বন্ধুহীন নিঃসঙ্গ করুক, আমাদের ঘৃণা কেড়ে নিক ওদের নিশ্চিন্ত ঘুম……..
এ সমাজ নষ্ট হয়ে গেছে- এটার খোলনলচে বদলে ফেলতে হবে।
I like this college. My father read in this college in 1965.So I like it.
really proud abt the founder of this site,amar baba was the student of that college,thanks..
Thanks…
হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ গুগল আর্থ-এ দেখুন ।
http://static.panoramio.com/photos/original/34136480.jpg
http://static.panoramio.com/photos/original/34136509.jpg
http://static.panoramio.com/photos/original/34136521.jpg
Thanks for the information you have posted.
I was the student of that college. But it was not known to me.
Thanks a lot.
Ekbal u r welcome…
i love my collage..i am happy i find it here…lol…
thank u bai. horagonga college k sober samna tule dorar jonno .
@আজিজ, @লিখন… সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ…
A lot of thanks..
I like Munshigonj Haraganga collage this for speacially thankful to u thatu r have given us the clear idea of Govt.Haraganga College.
vie coolege ar web site a notun notun totto dian.
যখনই নতুন তথ্য পাই, তখনই আপডেট করা হয়। সাথে থাকুন। ভালো থাকুন…
HI EVERYBODY IN MUNSHIGONJ HAPPY EID MUBARAK I AM MAFIZUL ISLAM FROM MUNSHIGONJ ADHARA CHARDOMURIA
http://www.haragangacollege.org
I like this web address
I am very proud to find my ”Haraganga college” on munshigonj.com.
I am now 12000 miles away from my country but never forget specially those days of my life in Haraganga college,
Abul Hossain Gazi
London, UK
জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও।
tayab vai apmar ai mohot kajer jonno amra apnak asonkhko thanks janai.amio haraganga colleger akjo student.
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ রাজু। দেশের বাইরে থাকায় শুধু ইন্টারনেট বা পরিচিতদের কাছ থেকে যতটুকু তথ্য পাওয়া যায় এবং যখনই পাই তখনই আপডেট করি। ভালো থাকবেন।
Mr. Tayab vai thank u very much for this web site.all the time u r helping us by giving various important information about munshigonj-bikrampur.We r greateful to u very much.I speacially thankful to u thatu r have given us the clear idea of Govt.Haraganga College.parle aro kichu infomation den about college
পাঠাইয়া দেন ভাই, আমি আপডেট করব। ধন্যবাদ…
chhobi guli munshigonjer oietihasik esthaponer chhobi.
Taiyab bhai,Many many thanks for this wev site.I have some important pics of Bikrampur-Munshigonj.if you want those pics i send you.
ধন্যবাদ, মনি ভাই সব সময় পাশে থাকার জন্য…
মনি ভাই, আব্দুল হাকিম বিক্রমপুরীর বায়োডাটার জন্য উনার নাতিকে মেইল করেছিলাম, উনি শুধু বাবুল সাহেবের বায়োডাটা দিয়ে উধাও। সে তো ৩/৪ বছর আগের কথা। আপনার মত কিছু সুধিজন ছাড়া গত ৫ বছরে কারো সাহায্য পাইনি এই সাইটের জন্য। তথ্যের জন্য গেলে জিজ্ঞেস করে, “পয়সা আইবোনি মিয়া আগে হেইডা কন”…আরো অনেক কাহিনী। কষ্ট পেয়েছি তথাকথিত শিক্ষিত লোকের মুখেও একই প্রশ্ন শুনে… অনেক কাহিনী! ভালো থাকবেন।
dear Editor ,thik ache taiyab bhai、
ami jogar kore apnar kache pathabi / insha allah //apni munshigonj basir jonno eto boro kaj kortechen /othocho amra etuk korte parbo na ??
Haraganga collage er prakton sakal sikkharthider ektroto howar udatto ahban janacchi / jogajog rahmanmoni@gmail.com / now ,tokyo japan /before mathpara munshigonj
thanks taiyab bhai/tobe abdul hakim bicrompurir namta arektu besi asle valo lagto/1981 theke 1985 porjonto jara chilen tader khuze beracchi
1988 er HSC and 1990 Bachelor er ku ke achan commumecate korban?
ধন্যবাদ তপন, আপনার অনুভূতি আমাদের প্রেরণা যোগাবে…
I am proud of this website bcz it is my own district.
লেখাটা ও ছবিগুলো কোথা থেকে নিয়েছিলাম মনে পড়ছে না। তাই সোর্সের নাম দিতে পারিনি। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ তৈয়ব ভাই, দারুন কিছু তথ্য তুলে ধরেছেন ।
1986-1990 projanto atra college pora-sona koresi.sei din golir kotha mone pore.