দাওয়াত না দেওয়ায় এবং সংস্কারপন্থী’ ইস্যুতে শনিবার মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভায় বাকবক্তিতা এবং তুমুল হট্টগোল বাধে। শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা সিকদারকে সভায় আমন্পণ জানানোকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে বাকক্তিতার সহৃত্রপাত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্পী আবদুল হাইসহ তার অনুসারী আরো কয়েকজনকে সংস্কারপন্থীবাদী’ আখ্যা দিয়ে শহর বিএনপির সভাপতি শাহজাহান সিকদার বক্তৃতা দিলে সভায় হইচই এবং চরম বিশৃগ্ধখলা দেখা দেয়। বিএনপির একটি সহৃত্র জানায়, সাবেক উপ-প্রধানমন্পী শাহ মোয়াজ্জেম হোসেন এবং সাবেক সাস্থ্য প্রতিমন্পী মিজানুর রহমান সিনহাসহ দলীয় শীর্ষ নেতাদের সামনেই সভায় হট্টগোল বাধে। এ ব্যাপারে মহিলা দলের সভানেত্রী রহিমা সিকদার সমকালকে জানান, বিএনপি সংস্টড়্গারপন্থিদের হাতে জিম্মি হতে পারে না। সভায় আমিসহ অনেক ত্যাগী নেতা-কর্মীকে দাওয়াত দেওয়া হয়নি।
Leave a Reply