আত্মাহুতির মধ্যে দিয়ে হলেও মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থীকে প্রতিহত করা হবে। এ আসনে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ ছাড়া বিকল্প কাউকে মনোনয়ন দিলে শ্রীনগর আওয়ামী লীগ তা মানবে না। যারা বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর নির্যাতন, নিপীড়ন ও হামলা করেছে যাদের আঘাতের চিহ্ন আজো শ্রীনগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বহন করে চলেছে যাদের মিথ্যা মামলায় এখনো অনেকে কারাবন্দী রয়েছে তাদের নির্বাচন শ্রীনগর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মেনে নিতে পারে না। আওয়ামী লীগের দুঃসময়ে শ্রীনগরে যে নেতা সবাইকে ঐক্যবদ্ধ রেখে বিপদ থেকে রক্ষা করেছেন সেই ত্যাগী নেতা শ্রীনগর আওয়ামী লীগের সভাপতি সুকুমার রঞ্জনকে অবশ্যই মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন দিতে হবে। মহাজোটের কোনো প্রার্থীকে শ্রীনগর আওয়ামী লীগ মেনে নেবে না; নিতে পারে না। এ সব কথা শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সামনেই তারা এসব কথা বলেন।
গত সোমবার রাতে শ্রীনগর ঝুমুর হলে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা নুহ আলম লেনিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ, আখতার হোসেন, ডা. বদিউজ্জামান ডাবলু, গোলাম সারোয়ার মামুন, গোলাম সারোয়ার কবির, এনামুল হক খসরু, বেলায়েত হোসেন ঢালী, সেলিম ভূঁইয়া, তোফাজ্জল হোসেন প্রমুখ। বেশির ভাগ কেন্দ্রীয় নেতা মুন্সীগঞ্জ জেলার হওয়ায় তাদের মুখেও ছিল একই সুর। সবাই তারা ঐক্যবদ্ধ হয়েই সুকুমার রঞ্জন ঘোষের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক শোডাউন করা হয়। বিকেল থেকেই হাজার হাজার সমর্থক জড়ো হয় এই সমাবেশে। মুহুর্মুহু করতালি ও স্লোগানের মধ্যে দিয়ে সুকুমার রঞ্জনের মনোনয়নের দাবি করা হয়।
Leave a Reply