জাপা ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত: এরশাদ

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত৷ যদি মহাজোট হয় তাহলে সিট ভাগাভাগি করে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে৷ গতকাল বিকেলে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন৷ মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এড. বজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিল হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. মজিবুর রহমান প্রমুখ৷

Leave a Reply