বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে মুন্সীগঞ্জ-৩ আসনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা পাঠাতে শুত্রক্রবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমহৃল নেতারা ভোট দিয়েছেন৷ গজারিয়া উপজেলার ভবেরচরে আ’লীগ অফিসে তৃণমহৃলের ভোটে দুদকের মামলায় ২১ বছরের কারাদ-প্রাপ্টস্ন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন শীর্ষস্ট্থান দখল করেছেন৷ গজারিয়া উপজেলা আওয়ামী লীগ কমিটির কাউন্সিলর ও ৮টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সমঙ্াদক মিলে তৃণমহৃল ৫৫ জন নেতা আসল্পম্ন নির্বাচনে এ আসনে মহিউদ্দিনকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছেন৷ ৫৫ তৃণমহৃল নেতার ভোটে ৫ জন মনোনয়ন প্রত্যাশীর একটি তালিকা তৈরি করা হয়েছে৷ এ তালিকা থেকেই মুন্সীগঞ্জ-৩ আসনে মহাজোটের মনোনয়ন সুপারিশ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হচ্ছে৷ পাঁচজনের ওই তালিকায় পর্যায়ত্রক্রমে আরো রয়েছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সমঙ্াদক ফজিলাতুল্পেম্নসা ইন্দিরা, কেন্দ্রীয় যুবলীগ নেতা শিল্কপ্পপতি হাফিজুর রহমান খান, পলাতক আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিনের স্ট্পী ফজিলাতুল্পেম্নসা মহিউদ্দিন ও সাবেক পৌর চেয়ারম্যান মহিউদ্দিনের ছোট ভাই আনিস-উজ-জামান আনিস৷
Leave a Reply