হাসান আজাদ
বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে শিগগির নতুন একটি জোটের ঘোষণা আসছে। এ নিয়ে রাজনৈতিক মহল এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। বিশ্লেষকদের অনেকেই বলছেন, সামনে রাজনীতির ময়দানে আরো চমক দেখা যাবে। তবে বিশ্লেষকদের ধারণা, এতে করে রাজনীতিতে তেমন কোনো গুণগত পরিবর্তন আসবে না।
নতুন জোটের বিষয়ে বিকল্পধারার মুখপাত্র মাহী বি. চৌধুরী ডেসটিনিকে জানান, নতুন জোটের ঘোষণা আসতে আরো ২/৩ দিন সময় লাগবে। তিনি বলেন, আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম, এখনো আছি। তবে এ জোটে কারা কারা বা কোন কোন দল আসছে তা এখনই বলতে চাননি তিনি।
এদিকে বি. চৌধুরীর নতুন ফ্রন্ট গঠন করা এবং মহাজোট থেকে বের হয়ে যাওয়ার বিষয়টিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বি. চৌধুরীর নেতৃত্বে নতুন কোনো জোট হলে তাতে রাজনীতিতে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না। কারণ তিনি এর আগেও নতুন একটি ফ্রন্ট করেছিলেন বেশ ঢাকঢোল পিটিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ওই ফ্রন্টও টেকেনি। এমনকি ওই ফ্রন্টের শরিক দলগুলো ফ্রন্ট থেকে বেরিয়ে বি.
চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনও করেছিল। রাজনৈতিক সূত্রগুলোর সঙ্গে আলোচনা করে জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিএনপি থেকে বেরিয়ে এসে বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন একটি দল করলেন। এই দলে বি. চৌধুরীর অনুগত বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও যোগ দেন। পরে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা কর্নেল (অব.) অলি আহমদ বি. চৌধুরীর সঙ্গে কাজ করার ঘোষণা দেন সেই সঙ্গে দলটি থেকে পদত্যাগও করেন। অলি আহমদের এ ঘোষণার পরেই বি. চৌধুরী বিকল্পধারা বিলুপ্ত করে নতুন দল এলডিপি গঠন করেন।
পরবর্তীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আবারো এলডিপি ভাঙন দেখা দেয়। একে অপরকে নানা বিষয়ে দোষারোপ করেন। এর মধ্য দিয়ে শুরু হয় বি. চৌধুরী এবং কর্নেল (অব.) অলি আহমদের মধ্যে সম্পর্কের চরম অবনতি। ফলে এলডিপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ সময় এলডিপি নাম নিয়ে উভয়ের মধ্যে ব্যাপক টানাহেঁচড়া শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত কর্নেল (অব.) অলি আহমদ এলডিপি নিয়ে নতুনভাবে দল গোছানোর কাজ শুরু করলে বি. চৌধুরীকে তাঁর পুরনো দল বিকল্পধারায় ফিরে যেতে হয়। ফলে তিনি আবারো বিকল্পধারাকে পুনরুজ্জীবিত করার ঘোষণা দেন এবং বিলুপ্ত বিকল্পধারা নিয়ে পুনরায় কাজ শুরু করেন। সূত্রগুলো থেকে আরো জানা যায়, ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে একই বছরের আগস্ট মাসে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন একটি জোট করেছিলেন। এ জোটে ছিল ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমঞ্চ, নজিবুল বশর মাইজভা-ারীর নেতৃত্বাধীন তরিকত ফেডারেশন এবং বি. চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা। ঐক্যফ্রন্ট আগস্ট মাসে করলেও ডিসেম্বর মাসে এ ফ্রন্ট থেকে বেরিয়ে যায় তরিকত ফেডারেশন। এ সময় দলটির চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে বি. চৌধুরীকে স্বার্থপর এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই ঐক্যফ্রন্ট করেছিলেন বলে মন্তব্য করেন। একই সঙ্গে অভিযোগ করা হয়, মূলত মনোনয়ন বাণিজ্য করার জন্যই বি. চৌধুরী এ জোট করেছিল। এর পরপরই বেরিয়ে ওই ফ্রন্ট থেকে বেরিয়ে আসেন ড. কামাল হোসেন। এরপর ১/১১-এর ঘটনা এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে পরিবর্তন আসার পরে এ নিয়ে বি. চৌধুরীর আর কোনো রাজনৈতিক বক্তব্য শোনা যায়নি। তবে সম্প্রতি ড. কামাল হোসেন জাতীয় ঐকমত্যের সরকার বা জাতীয় সরকার গঠনের ফর্মুলা দিলে বি. চৌধুরীও সেদিকে গা ভাসিয়ে দেন। এমনকি বি. চৌধুরী জাতীয় সরকার গঠনের বিষয়টিকে এক প্রকার জাতীয় দাবি হিসেবেও মন্তব্য করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বি. চৌধুরী মূলত বিএনপি ছাড়ার পরে রাজনৈতিকভাবে কোনো স্থানেই নিজের অবস্থান সুদৃঢ় করতে পারছেন না। ফলে তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মোড়কে নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা এখনো অব্যাহত আছে।
বিশ্লেষকরা মনে করছেন, বিএনপিসহ চারদলীয় জোটকে মানসিক চাপে ফেলতেই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে মহাজোট শরিকদের কেউ কেউ নতুন এ মেরুকরণের উদ্যোগ নিয়েছে। একদিকে আওয়ামী লীগের নেতৃত্বে একটি জোট, অন্যদিকে বি চৌধুরীসহ আরো কয়েকজনের নেতৃত্বে পৃথক আরেকটি জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এ রকম পরিস্থিতি দেখে শর্ত শিথিল করে চারদল ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। তবে চারদল শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে নতুন এ মেরুকরণের প্রক্রিয়া বাতিল করা হবে। সেক্ষেত্রে আগের ঘোষণা অনুযায়ী সবাই আওয়ামী লীগের নেতৃত্বেই মহাজোটের ব্যানারে নির্বাচনে অংশ নেবে। আর চারদল নির্বাচন বর্জন করলে সত্যি সত্যিই আওয়ামী লীগ ও নতুন এই জোটকে নির্বাচনে মুখোমুখি হতে দেখা যেতে পারে। বিকল্পধারার একটি সূত্র জানায়, আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি অংশ, ড. কামাল হোসেনের গণফোরাম, আনোয়ার হোসেন মঞ্জুর জেপি, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কল্যাণ পার্টিসহ কয়েকটি ছোট-মাঝারি রাজনৈতিক দল ‘পরিবর্তনের জন্য জোট’ সেøাগানে নতুন ফ্রন্টে বা জোটে সামিল হতে পারে। তবে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির এতে না আসার সম্ভাবনাই বেশি বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করে।
Leave a Reply