মাওয়ায় দুই সহস্রাধিক যাত্রী নিয়ে পদ্মার ডুবোচরে ফেরি আটকা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া-চরজানাজাত নৌরুটে পদ্মার হাজরা পয়েন্টের ডুবোচরে ফেরি আটকা পড়ায় বন্দি অবস্থায় আছেন ১১টি নাইটকোচ এবং ৩৬টি মাইক্রোবাস ও প্রাইভেটকারের দুই সহস্রাধিক যাত্রী। গতকাল সোমবার ফেরি চলাচলের চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে দিনভর নোঙর করে রাখা হয়েছে ফেরি থোবালকে।

ফেরি কতৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টায় চরজানাজাত থেকে মাওয়া ফেরিঘাটের উদ্দেশে আসার পথে ফেরিটি চ্যানেলের হাজরা পয়েন্টে ডুবোচরে আটকে যায়। দিনভর ডুবোচরে আটকা পড়া থোবালকে এ রিপোর্ট লেখা পর্যন্স্ন উদব্দার করা যায়নি। এতে ফেরির মধ্যে থাকা নাইটকোচ, অন্যান্য গাড়িসহ দুই হাজার যাত্রীর বিড়ম্বনা চরমে পৌঁছে। মেরিন অফিসার আবদুস সোবহান জানান, পদ্মায় জোয়ার না আসা পর্যন্ত ডুবোচর থেকে ফেরিটি উদব্দার করা সল্ফ্‌ভব নয়। তবে ডকআইটি-৯২ জাহাজ উদব্দার কাজে এখন হাজরা পয়েন্টে অবস্থান করছে। কখন নাগাদ ফেরিটি উদব্দার করা যাবে, তা নিশ্চিত করে বলতে পারছে না বি,আই,ডব্লিউ,টি,সি তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা শুরু হয়েছে।

Leave a Reply