বি চৌধুরী ও মাহী যুক্তফ্রন্টের প্রার্থী

মুন্সীগঞ্জের ৩টি আসন
কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মহাজোটের পরিবর্তে দেশের বর্তমান রাজনীতির আলোচিত তৃতীয় ধারা যুক্তফ্রন্টের প্রার্থী হয়ে মুন্সীগঞ্জের ৩টি আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও দলের মুখপাত্র মাহী বি. চৌধুরী। গতকাল বিকল্পধারার মুখপাত্র মাহী বি চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সদ্য ঘোষিত তৃতীয় ধারার যুক্তফ্রন্ট থেকে মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী এবং মুন্সীগঞ্জ ২ ও ৩ আসনে বদরুদ্দোজা চৌধুরী নির্বাচন করবেন। মহাজোটের পরিবর্তে যুক্তফ্রন্ট থেকে কেন নির্বাচন করবেন এই প্রশ্নে জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এখন আর নেই। আর আপনারা কিসের মহাজোটের কথা বলছেন? মহাজোট নিয়ে এখনো কোনো কথাই হয়নি। তবে একটা সময়ে মহাজোট ছিলো, আর ২২ জানুয়ারির নির্বাচন নিয়ে সেই মহাজোট হয়েছিল।

Leave a Reply