বৈশাখী টিভিতে গান গাইবেন মুজিব পরদেশী

স্যাটেলাইট চ্যানেল বৈশাখীতে নিয়মিতভাবে সরাসরি প্রচারিত দর্শক প্রিয় অনুষ্ঠান ‘বসুধা বিল্ডার্স প্রিয় শিল্পী সেরা গান’-এ ১৫ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় গান গাইবেন এবং দর্শকদের সাথে কথা বলবেন লোকগীতির জীবন্ত কিংবদন্তী মজিব পরদেশী। মুন্সী গঞ্জের টঙ্গীবাড়ী থানার বেতকা গ্রামের মৃত ইউসুফ আলী মোল্লার পুত্র মুজিব পরদেশী শৈশবেই সঙ্গীতে তালিম নেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ আমানুল্লা খানের নিকট। তবলায় হাতেখড়ি ওস্তাদ মনির হোসেন খান ও সাজ্জাদ হোসেন খানের সরাসরি তত্ত্বাবধানে দীর্ঘদিন গান করছেন লোকগীতির কিংবদন্তী আবদুল আলীমের সঙ্গে।

Leave a Reply