আমার আমিতে দুই কন্যাসহ ইমদাদুল হক মিলন

milon-with-daughterবাংলাভিশনে আজ প্রচার হবে সেলিব্রেটি টক শো আমার আমি। আজকের পর্বে অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশের জনপ্রিয় লেখক ইমদাদুল হক মিলন ও তার দুই কন্যা, অভিনয়শিল্পী নির্বাচিতা হক ও শুভেচ্ছা হক। ‘লেখক আর বাবা-কোনটাতে বেশি সফল তিনি’, ইমদাদুল হক মিলন সম্পর্কে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নির্বাচিতা ও শুভেচ্ছা। পাশাপাশি ‘বাবা হিসেবে নয়, একজন দর্শক হিসেবে দুই মেয়ের মধ্যে কার অভিনয় বেশি পছন্দ করেন?’ উপস্থাপিকার এমন জটিল প্রশ্নের উত্তর দিয়েছেন ইমদাদুল হক মিলন। এছাড়াও উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় তারা জানিয়েছেন নিজেদের বর্তমান ব্যস্ততার কথা, বলেছেন পারিবারিক ও ব্যক্তিগত জীবনের অনেক মজার অভিজ্ঞতা ও অজানা ঘটনা প্রসঙ্গে। মুনমুনের উপস্থাপনা ও উষ্ণীষ চক্রবর্তীর প্রযোজনায় আমার আমি প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে।

Leave a Reply