নির্বাচনের তারিখ কয়েকদিন পেছালে আমরা আপত্তি করব না: বি. চৌধুরী

শামছুদ্দীন আহমেদ:বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমরা সব দলকে নিয়েই নির্বাচনে যেতে চাই। কারণ সব দল অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হবে। সরকারও বলছে এই বছরের মধ্যেই নির্বাচন হবে। আমরাও মনে করি নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে আলোচনা সাপেক্ষে ডিসেম্বরের যে ক’দিন বাকি আছে সে অনুযায়ী তারিখ আরো কয়েকদিন পেছালে আমরা কোনো আপত্তি করব না। নির্বাচনের তারিখ পেছানোর যৌক্তিকতা মেনে নেব। নির্বাচনের পর সব দলকে নিয়ে ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি।

‘পরিবর্তনের জন্য জোট’ এবং ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান নিয়ে সদ্যঘোষিত ফ্রন্টের কর্মসূচি নির্ধারণ করার লক্ষ্যে গতকাল সেগুনবাগিচায় বিকল্পধারার কেন্দ্রীয় কার্য়ালয়ে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দলের কেন্দ্রীয় নেতা মেজর জেনারেল (অব.) এমএ হালিম, ড. নূরুল আমিন বেপারি, কার্তিক ঠাকুর, সায়মা জলিল, মাহবুব আলী, এডভোকেট সাবেরা বেগম, ওসমান গণি প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

অধ্যাপক বি চৌধুরী বলেন, আজ রোববার ড. কামাল হোসেন দেশে ফিরলে ৩/৪ দিনের মধ্যেই ফ্রন্টের নাম ঘোষণা করা হবে। ইতোমধ্যে ৬ থেকে ৭টি রাজনৈতিক দলের এই ফ্রন্টে যোগদানের বিষয়টি নিশ্চিত হয়েছে। ফ্রন্ট অবশ্যই নির্বাচনে অংশ নেবে। ফ্রন্টের কোনো নির্বাচনি প্রতীক থাকবে না। শরিকরা যে যার প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। সবাই যার যার প্রার্থীও ঠিক করে রেখেছে। যেখানে যে দলের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা থাকবে সেখানে তিনিই ফ্রন্টের মনোনয়ন পাবেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব। তবে এরশাদ সাহেবের মতো রাষ্ট্রপতি হওয়ার জন্য নির্বাচন করব না। এরশাদ সাহেবকে নিয়ে একসঙ্গে কিছু করার কথা এর আগে বলেছিলাম। কিন্তু তার সঙ্গে মেলেনি। কারণ তেল-জল কখনো মিশে না। আমাদের এই ফ্রন্টে এখন এরশাদ সাহেবের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগও নেই।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক চৌধুরী আরো বলেন, সারা পৃথিবীর পরিবর্তনের ধাক্কা এবার বাংলাদেশের গায়েও লাগবে। পুরনো দুটি দল বা জোটের মধ্যে কোনো পার্থক্য নেই। জনগণকে এবার তৃতীয় জোট বেছে নিতে হবে। আওয়ামী লীগ ১৮ ডিসেম্বরই নির্বাচন চায়। অন্যদিকে বিএনপি চায় নির্বাচন পেছাতে। এর ফলে নির্বাচন নিয়ে ভোটাররা উদ্বিগ্ন। জাতির এই সন্ধিক্ষণে ও যুদ্ধাবস্থায় দলমতের ঊর্ধ্বে উঠে এবার নির্বাচনে মোটামুটি হলেও নিরপেক্ষ ভূমিকা পালন করতে তিনি টিভি চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানান।

Leave a Reply