মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী ও পদ্মা নদী থেকে গতকাল শনিবার পুলিশ তিনটি ভাসমান লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, তাঁরা বালুবাহী ট্রলারের শ্রমিক। ডাকাত দল ট্রলারটি লুট করার জন্য তাঁদের হত্যা করে ট্রলার নিয়ে পালিয়ে যায়।গতকাল সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরঝাপটা পদ্মা নদী থেকে পটুয়াখালীর মনিরুল ইসলাম মৃধা (২৫) ও শাহ আলমের (৩৩) লাশ উদ্ধার করা হয়। পরে ঝালকাঠির জামালের (২৫) লাশ মুক্তারপুর সেতুর নিচে ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জের ব্যবসায়ী হাজি আবদুল মজিদ তাঁর বালুবাহী ট্রলার না পেয়ে নিহত তিন শ্রমিকের বিরুদ্ধে ফতুল্লা থানায় চুরির মামলা করেন। এ ঘটনার তিন দিন পর গতকাল মুন্সিগঞ্জে ধলেশ্বরী ও পদ্মা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার হয়। ফতুল্লা থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক বদরুল আলম জানান, প্রথমে সন্দেহ করা হয়েছিল ট্রলারটি শ্রমিকেরা চুরি করেছেন। এখন মনে হচ্ছে, ডাকাতেরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় আরেকটি মামলা হবে বলে তিনি জানান।
Leave a Reply