মুন্সীগঞ্জে বীমা দাবির চেক হস্তান্তর

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার উচ্চ বিদ্যালয় সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লোকমুখী বীমা প্রকল্পের মাধ্যমে মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে।

গত শনিবার সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুন্সীগঞ্জ শাখার ডিপিডি মো. শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক শহীদ-ই-হাসান তুহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যরঞ্জন চক্রবর্তী, মিরকাদিম পৌরসভার কাউন্সিলর মো. মর্তুজা আলী, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আবদুস সালাম, দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি গোলজার হোসেন, কোম্পানির মুন্সীগঞ্জ শাখার এডিপি পিন্টু আহম্মেদ প্রমুখ।

Leave a Reply