অতীশ দীপঙ্কর স্মৃতিমঠ

atisক্ষমতার উথাপন-পতনে কিছু ঘটনা হয় ইতিহাস, বদলায় শাসক, কখনো আবার ফিরে আসে অতীত গৌরব। বাংলার সন্তান দীপঙ্কর হিমালয় অতিক্রম করে তিব্বতে গিয়ে ধর্মগুরু জীবনযাপন করেন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতীয় ক’জন গবেষক তিব্বতের ইতিহাস অনুসান করে অতীশ দীপঙ্করের নাম আবিষ্কার করেন। ১৯৫৬ সালে শ্রীলঙ্কার কলম্বোতে বিশ্ব বৌদ্ধ সম্মেলনে আগত ভিক্ষুদের কাছ থেকে কমলাপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জানতে পারেন গৌতম বুদ্ধের পরই চীনের মানুষ দীপঙ্করকে মহাজ্ঞানী ও ধর্মগুরু রূপে মান্য করেন। এরপর মুন্সীগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিমে প্রাচীন বাংলার রাজধানী রামপালের বজ্রযোগিনী গ্রামের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় পরিত্যক্ত খাস একটি ভূমিখণ্ড। বজ্রযোগিনীর মানুষ বংশ পরস্পরায় এটিকে ‘নাস্তিক পণ্ডিতের ভিটা’ বলে আখ্যায়িত করে আসছিল। ২০০৪ সালে চীনের আর্থিক সহযোগিতায় এখানে তিব্বতীয় মঠের অনুকরণে নির্মাণ করা হয় অতীশ স্মৃতি মঠ। রাজা চ্যাংচুর দীপঙ্করকে তিব্বতের মহাচার্য ধর্মগুরু পদে ভূষিত করেন। বাংলার গর্বিত সন্তান হাজার বছর পর যেন স্মৃতি হয়ে ফিরেছেন। স্মৃতিমঠ এখন ময়লা ও আবর্জনায় নষ্ট হতে চলেছে।

Leave a Reply