মুন্সীগঞ্জে ৫ শতাধিক যুবদল নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা, বজ্রযোগিনী ও রামপাল ইউনিয়ন যুবদলের ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগ মিরকাদিম পৌরসভার ৬ নং ওয়ার্ড আয়োজিত এক বর্ধিত সভা সানাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্তমান মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব এম ইদ্রিস আলী।

এ সময় আরও উপস্খিত ছিলেন আওয়ামী লীগের জেলা প্রচার সóাদক, জেলা নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য সচিব কামাল উদ্দিন আহমেদ, থানা আওয়ামী লীগের সাধারণ সóাদক কবির মাস্টার, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, কৃষক লীগের সাধারণ সóাদক মো. মহসিন মিয়া মাখন, সাবেক মিরকাদিম ইউনিয়ন মেম্বার মোহাম্মদ হোসেন, মোহাম্মাদ আলী প্রমুখ।

[ad#co-1]

Leave a Reply