মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা, বজ্রযোগিনী ও রামপাল ইউনিয়ন যুবদলের ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগ মিরকাদিম পৌরসভার ৬ নং ওয়ার্ড আয়োজিত এক বর্ধিত সভা সানাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্তমান মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব এম ইদ্রিস আলী।
এ সময় আরও উপস্খিত ছিলেন আওয়ামী লীগের জেলা প্রচার সóাদক, জেলা নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য সচিব কামাল উদ্দিন আহমেদ, থানা আওয়ামী লীগের সাধারণ সóাদক কবির মাস্টার, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন, কৃষক লীগের সাধারণ সóাদক মো. মহসিন মিয়া মাখন, সাবেক মিরকাদিম ইউনিয়ন মেম্বার মোহাম্মদ হোসেন, মোহাম্মাদ আলী প্রমুখ।
[ad#co-1]
Leave a Reply