টঙ্গিবাড়ীতে বিকল্পধারার সমাবেশ

বিকল্প ধারা বাংলাদেশ দলের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিগত সময় যারা সরকারে ছিলেন তারা দেশের কোনো উন্নয়ন করেনি। দুর্নীতিবাজ, সন্ত্রাস, দেশের সম্পদ লুটপাটকারীদের ভোট না দিয়ে তাদের অযোগ্য করে তুলতে হবে। তিনি আরো বলেন, যারাই আগে ক্ষমতায় ছিল তারা তাদের মন্ত্রী, সম্পদের কোটি টাকার মালিক হওয়ার সুযোগ করে দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকালে টঙ্গিবাড়ী উপজেলায় বিকল্পধারা বাংলাদেশ শাখার কর্মিসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় টঙ্গীবাড়ী থানা সভাপতি সাজু কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শওকত হোসেন বেপারী, আবুল হোসেন মুন্সী, আনিসুজ্জামান আনিস প্রমুখ।

Leave a Reply