লৌহজংয়ে বাস-ট্যাক্সির সংঘর্ষ, এক পরিবারের তিনজন নিহত

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদেনীমন্ডল নামক স্থানে গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ট্যাক্সিচালকসহ সাতজন। সংঘর্ষে ট্যাক্সিটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল খুলনা থেকে সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। বেলা তিনটার দিকে মেদেনীমন্ডলে পৌঁছালে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে মাওয়াগামী একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আবু তালেব (৪০) ও তাঁর দুই ছেলে আমিনুর (১২) ও এমরান (১০)। আহত ব্যক্তিরা হলেন নিহত আবু তালেবের স্ত্রী শাহিদা (৩৫), তাঁর দুই ছেলে আল-আমিন (৮) ও মহসিন (৭ মাস), আবু তালেবের বোন তাসলিমা (৩০), তাসলিমার ছেলে আমির হোসেন (১২), মেয়ে কারিনা (৫) ও ট্যাক্সিচালক। আহতদের মাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, নিহত আবু তালেবের গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি নারায়ণগঞ্জের কাচপুরে একটি টিনের আড়তে চাকরি করতেন। সেখানেই সপরিবারে বসবাস করতেন। ঈদ উদযাপন করার জন্য তিনি পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি মাদারীপুর যাচ্ছিলেন।
এ ব্যাপারে মুন্সিগঞ্জের লৌহজং সার্কেলের এএসপি সাইফুজ্জামান ফারুকী প্রথম আলোকে জানান, চালক নুরুল আলম টুটুলসহ বাসটি আটক করা হয়েছে। বাসটি মাওয়ায় পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Leave a Reply