মুন্সিগঞ্জে চলতি রবি মৌসুমে বিএডিসির নতুন জাতের ফ্যান্সীলা বীজ আলু নিয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডিলাররা পড়েছেন বিপাকে। এ বছর বিএডিসি ফ্যান্সীলা নামে একটি নতুন জাতের বীজ আলু শেরপুর হিমাগার থেকে মুন্সিগঞ্জের ডিলারদের সরবরাহ করা হয়। মেমো করা হয় এবং শেরপুরস্থ সেচ ভবনের বিএডিসির মার্কেটিং অফিস থেকে মুন্সিগঞ্জের প্রায় অর্ধশত ডিলার ৫, ১০ ও ২০ টন করে ফ্যান্সীলা আলু বরাদ্দ পায়। শেরপুর হিমাগার থেকে আলু আনার পর ২ থেকে ৩দিনের মাথায় আলুতে পঁচন ধরে। কৃষকরাও আলু জমিতে রোপণের পর অনেক আলুর গাছ গজায়নি আবার যাও গজিয়েছে তা ইতিমধ্যে অনেক বীজ পচে যায়। এসব গাছ পরে আস্তে আস্তে মরে যায় বলে চাষিরা জানান। বিষয়টি মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার খানকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে থানা কৃষি কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা ভূইয়াকে তদন্ত করার নির্দেশ দেন।
এ বিষয়ে গত ৫ ডিসেম্বর বিএডিসির প্রজেক্ট ডাইরেক্টর বাবু যতিন চন্দ্র সরকার, যুগ্ম এ কে এম মালেক, কোয়ালিটি কন্ট্রোলার ও ডিপুটি ম্যানেজারসহ সরোজমিনে এসে বিষয়টি তদন্ত করেন। এ সময় সেখানে স্থানীয় কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। বিভিন্ন ডিলারদের দোকান ও আলু বীজ মজুদ ব্যবস্থা দেখে তারা মন্তব্য করেন, টিনশেড ও দোকানে আলু বীজ রাখায় তা নষ্ট হয়েছে। কিন্তু ডিলাররা জানান, তারা দীর্ঘ দিন থেকে এভাবেই আলু বীজের ব্যবসা করে আসছেন। তারা ইতিপূর্বেও বিএডিসির আলু বীজ বিক্রি করেছেন। কিন্তু কোনো দিন আলু বীজ পচেনি।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা কৃষি কল্যাণ সমিতির সভাপতি ডা. মোবারক আলী দেওয়ান বলেন, ফ্যান্সীলা আলু বীজ পচন ও ডিলারদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে বিএডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা বিষয়টি দেখবেন নলে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএডিসির মহাব্যবস্থাপক ফ্যান্সীলা আলু বীজ সম্পর্কে বলেন, বিএডিসি একটি সরকারি প্রতিষ্ঠান। সরকার কখনো ডিলার ও কৃষকদের সঙ্গে প্রতারণা করবে না। অবশ্যই ক্ষতিগ্রস্তদের বিষয়টি বিবেচনা করা হবে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. মাহবুব-উল ইসলাম বলেন, গত দেড় মাস আগে বিএডিসি ঊর্ধ্বতন কর্তপক্ষকে একমাত্র ডায়মন্ড জাতের আলু বীজ ছাড়া অন্য কোনো জাতের বীজ আলু এ জেলায় না আসে সে জন্য তিনি টেলিফোন ও চিঠি দিয়ে অবগত করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আমাকে ডায়মন্ড বীজ আলু ছাড়া অন্য জাতের বীজ দেয়া হবে না বলে আশ্বাস দিয়েছিলেন।
তিনি আরও বলেন, কৃষি অধিদফতরের কর্মকর্তা ফ্যান্সীলা আলু বীজ নিয়ে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে আমাকে কিছুই জানাননি। বাংলাদেশের সিংহভাগ আলু মুন্সিগঞ্জে উৎপাদন হয়। কিন্তু ফ্যান্সীলা আলু বীজ নিয়ে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক।
Leave a Reply