মুন্সিগঞ্জে বিএনপির দুর্গ অনেকটাই নড়বড়ে

ঢাকার অদূরের মুন্সিগঞ্জে বরাবরই বিএনপির প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। এ কারণে মানুষের কাছে এ এলাকা অনেকটাই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। গত ৪টি জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের ৪টি আসন (বর্তমানে ৩টি) থেকে কোনোবারই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হতে পারেননি। তবে বারবার নির্বাচিত হওয়ার পরও এলাকার উন্নয়নে তেমন একটা কাজ না করা, বি চৌধুরীর নতুন দল গঠন, সীমানা পুনর্নির্ধারণ করে চারটি আসনকে তিনটি আসনে রূপান্তর করায় বিএনপির দুর্গ এবার অনেকটাই নড়বড়ে। তাই আসন্ন নির্বাচনে বিএনপির একটির বেশি আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে কিছু সমীকরণ মিলে গেলে মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীর জয়লাভের সম্ভাবনা রয়েছে।

মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ-গজারিয়া) আসনে বিএনপি থেকে নির্বাচন করছেন টানা চারবার নির্বাচিত সাংসদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম। অন্যদিকে মহাজোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন এই এলাকার জনগণ। আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রতিরক্ষা সচিব এম ইদ্রিস আলীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হলেও নির্বাচন কমিশন তাকে ঋণখেলাপি দেখিয়ে তার মনোনয়ন বাতিল করে। তখন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট মজিবুর রহমান খানের ব্যাপারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হয়। কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশন ইদ্রিস আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করলে মহাজোটের প্রার্থী হিসেবে মজিবুর রহমানকে মেনে নেননি তিনি।
নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে ইদ্রিস আলী গত শুক্রবার থেকে তার সমর্থকদের নিয়ে এলাকায় নৌকার পক্ষে ব্যাপক জনসংযোগ চালিয়ে যা”েছন। আর মজিবুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে জনসংযোগ করছেন। আর মহাজোটের প্রার্থী হিসেবে কাকে ভোট দেবেন এ নিয়ে অনেকটাই বিপাকে পড়েছেন আওয়ামী লীগ সমর্থকরা।

বারবার নির্বাচিত হওয়ার পরও এলাকায় খুব বেশি উন্নয়নমূলক কর্মকাণ্ড না করায় এম শামসুল ইসলামের জনপ্রিয়তায় কিছুটা ধস নামে। তবে ইদ্রিস আলী ও মজিবুর রহমানের দ্বন্দ্বের কারণে তার নির্বাচনে জয়ী হওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার।

তাছাড়া মজিবুর রহমান মুন্সীগঞ্জ পৌর এলাকার সাবেক চেয়ারম্যান এবং মুন্সীগঞ্জ বার কাউন্সিলের বর্তমান সভাপতি হওয়ার পরও এলাকায় তার তেমন একটা পরিচিতি নেই বলে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে। এম ইদ্রিস আলীর অবস্থাও অনেকটা একই। অন্যদিকে এম শামসুল ইসলাম এর আগে টঙ্গিবাড়ি এলাকা থেকে টানা ৪বার সাংসদ নির্বাচিত হলেও তিনি মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া এলাকাতেও বেশ জনপ্রিয়। সে ক্ষেত্রে এই আসনের ভোট অনেকটা হেলে পড়তে পারে তার দিকে।

মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ি-লৌহজং) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি এবং বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বলে মনে করছেন এ এলাকার জনগণ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনীত হন এমিলি। এর পর থেকেই লৌহজং এলাকায় রাস্তাঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড করেন তিনি। তাই অল্প সময়ে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

অন্যদিকে বিএনপির প্রার্থী দুইবারের নির্বাচিত সাংসদ মিজানুর রহমান সিনহাও এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয়। দুই মেয়াদেই তিনি এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালান। দুজন প্রার্থীই সমান জনপ্রিয় হওয়ায় মুন্সীগঞ্জের এই আসনে আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি সাংসদ নির্বাচিত হলে সেটা অনেকটা স্বাভাবিক বিষয় হবে বলে মনে করছেন এলাকার জনগণ।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিকল্পধারার চেয়ারম্যান ডা. এ কিউ এম বদর”দ্দোজা চৌধুরী (বি চৌধুরী), আওয়ামী লীগ প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষ এবং বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

এলাকায় জনপ্রিয়তা থাকায় এ আসন থেকে বরাবরই বি চৌধুরী নির্বাচিত হয়ে আসছেন। ব্যক্তি ইমেজের কারণে বিএনপির একটি বড়ো অংশের ভোট তিনি পান। তবে বিএনপির আরেকটি অংশের ভোট পাবেন বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন। তাই ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও বি চৌধুরীর নির্বাচনে জয়লাভের সম্ভাবনা কম। আর এ সুযোগ কাজে লাগাতে পারলে আওয়ামী লীগ প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষের নির্বাচনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। এ আসনে জাতীয় পার্টির কিছু ভোট থাকায় মহাজোটের প্রার্থী হিসেবে অন্যান্য প্রার্থীর চেয়ে অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছেন তিনি।

[ad#co-1]

Leave a Reply