ঢাকা-৬ আসনের তিন প্রধান প্রার্থীই মুন্সিগঞ্জের বাসিন্দা

।। মোহাম্মদ আবু তালেব ।।
রাজধানীর পুরনো ঢাকায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিশেষ করে ঢাকা-৬ আসনের সুত্রাপুর- কোতয়ালীতে জোট-মহাজোটের প্রার্থীরা সকাল-সন্ধ্যা গণসংযোগ চালাচ্ছেন। বাদ্যযন্ত্রের তালে তালে সমর্থকদের নানা শ্লোগানে আনন্দ মুখর হয়ে উঠেছে পুরো নির্বাচনী এলাকা।

কার্যত ঢাকা-৬ আসনে নবীন-প্রাবীণের মধ্যে নির্বাচনী লড়াই হচ্ছে। ভিআইপি আসন হিসাবে খ্যাত সুত্রাপুর-কোতয়ালী থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাজোট থেকে আওয়ামী লীগের নবীন প্রার্থী মিজানুর রহমান খান দিপু। একই আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিআইপি প্রার্থী হিসাবে সুপরিচিত ঢাকার মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকা এবং সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। ভোটারদের ধারণা, নবীন-প্রবীণের মধ্যে এবার ত্রিমুখী লড়াই হবে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষ প্রতীকে। বিস্ময়কর বিষয় হচ্ছে প্রধান তিন প্রার্থীর গ্রামের বাড়িই মুন্সিগঞ্জে। ফলে এই প্রথম বারের মত পুরনো ঢাকার ভোট ব্যাংক হিসাবে খ্যাত মুন্সিগঞ্জের ভোটাররা তিন-

ভাগে বিভক্ত হতে চলেছেন। মহাজোট এই মহা সুযোগকে কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে। জানা গেছে, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সৈয়দপুর গ্রামে। অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাড়ি একই জেলার শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে। অপরদিকে আওয়ামী লীগের নবীন প্রার্থী মিজানুর রহমান খান দিপুর বাড়ি লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামে। মুন্সিগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ মরহুম বাদল খান তার পিতা।

আওয়ামী লীগের বদ্ধমূল ধারণা ভোট বিভক্তি রেখাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আওয়ামী লীগের নতুন মুখ মিজানুর রহমান খান দিপু বেরিয়ে আসবেন।

সাদেক হোসেন খোকাও বসে থাকার লোক না। তিনি দিন রাত নির্বাচনী প্রচারণা চালিয়ে মাঠ সরগরম রেখেছেন। নতুন করে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার স্ত্রী ইসমত আরা বেগম। গতকাল তিনি অভয়দাস লেন, টিকাটুলী, গোপীবাগ, কেএম দাস লেন ও আর কে মিশন রোড এলাকায় প্রচারণা চালান। সাদেক হোসেন খোকা সকাল থেকে ৮২নং ওয়ার্ড গেন্ডারিয়া ও ধূপখোলা এলাকায় জনসংযোগ করেন। বিকালে ধানের শীষের পক্ষে ধূপখোলা মাঠে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাদেক হোসেন খোকা বলেন, ১৯৯১ সাল থেকে তিনি ধারাবাহিকভাবে এলাকার নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। নির্বাচনে জয়ী হলে তিনি বিদ্যুৎ,গ্যাস, বিশুদ্ধ পানি সমস্যার সমাধানসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান খান দিপু বলেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। জোট সরকার ক্ষমতায় গেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নসহ সন্ত্রাস, দুর্নীতি দূর ও মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করে তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করবেন। তিনি শুক্রবার সকাল-সন্ধ্যা ৭৭ নম্বর ওয়ার্ড ওয়ারী সুত্রাপুর টিপু সুলতান রোড এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালান। ১১টি ওয়ার্ড নিয়ে ঢাকা-৬ সুত্রাপুর কোতয়ালী আসন। এখানে প্রায় আড়াই লাখ ভোটার রয়েছে। মোট ভোটারের ৪৫ ভাগই নারী।

বনগ্রাম রোডের বাসিন্দা উত্তম সরকার বলেন, আমরা সব আমলেই সুবিধা বঞ্চিত মাইনরিটি। ভোটের আগে নানা প্রতিশ্রুতি দেয়া হয়। দেখানো হয় নানা স্বপ্ন। ভোট ফুরালে আর কেউই তাদের খবর রাখে না। তারপরও তারা যোগ্য সৎ প্রার্থীকে ভোট দিবেন। ওয়ারীর ইমতিয়াজ আলম বলেন, দুর্বিষহ নগর জীবন থেকে মুক্তি দিতে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ নিশ্চিত, সন্ত্রাস দমন, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন করতে পারবে এমন যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে জয়ী করবেন।

নির্বাচনী এলাকার অন্য প্রার্থীরা হচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের শমসের আলী তালুকদার, ইসলামী আন্দোলনের হাজী মোঃ মনোয়ার খান ও তরিকত ফেডারেশনের এম আহসান আতিক।

Leave a Reply