সমাজ সেবিকা রাজনীতিবিদ
এ্যাডভোকেট সানজিদা খানম একজন নির্ভীক আইনজীবীই নন বরং তিনি একাধারে সমাজ সেবিকা, রাজনীতিবিদ, রাজনীতির মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়ে আসছেন দুই দশকের বেশি সময় ধরে। তিনি মুন্সীগঞ্জ জেলাধীন শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে প্রতিতযশা স্কুল শিক্ষক মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম মো: সিরাজউদ্দিন খান এর ঘরে জন্মগ্রহণ করেন। শৈশব কাল কেটেছে মুন্সীগঞ্জে। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন সুন্দর একটি সমাজের তথা দেশের। মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশের। সেই লক্ষ্যে তিনি একে একে নিজেকে গড়ে তুলেছেন, স্কুল জীবন কেটেছে মুন্সীগঞ্জের ভাগ্যকুল স্কুলে। স্কুলের গন্ডি পার হয়ে শ্রীনগর কলেজ থেকে সফলতার সাথে পাস করে আইন পেশায় উচ্চতর ডিগ্রী অর্জনের লক্ষ্যে ব্রত হয়ে বিএ অনার্স. এম এ, এল.এল বি পাস করেন। সংসার জীবন শুরু করেন ঢাকার জুরাইন এলাকায়। স্বামী আসাদুজ্জামান সরকারের উচ্চতর আমলা হয়ে হওয়া সত্ত্বেও তাকে উৎসাহ যুগিয়েছেন সমাজ তথা দেশের জন্য কিছু করার জন্য। একজন সফল মা, একজন সুনিপুণ গৃহিনী, এক ছেলে এক মেয়েকে নিয়ে তিনি সংসার জীবনেও দারুণভাবে সফল হয়েছেন।
জুরাইন এলাকায় দীর্ঘ সাতাশ বছর স্থায়ীভাবে বসবাসের মধ্যদিয়ে সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করে তিনি ঢাকা-৪ নির্বাচনী এলাকার জনগণের আস্থাভাজন ও আপনজন হয়ে উঠেছেন।
মুক্তিযোদ্ধার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তিনি নিজেকে সম্পৃক্ত করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাথে। এই খ্যাতিমান আইনজীবী শ্যামপুর থানা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এর আসনে নিজেকে আবৃত্ত না রেখে জনগণের আস্থা ও ভালবাসা অর্জন করে একে একে (৮৮, ৮৯, ৯০) তিনটি ওয়ার্ডের সংরক্ষিত আসনে ২০০২ সালে জোট সরকারের সময় কমিশনার নির্বাচিত হন।
ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক-নির্বাচিত হন ২০০০-২০০১ সালে।
বঙ্গবন্ধুর আদর্শই তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন একজন মহিলা আইনজীবী হয়ে সমাজের অসহায়, নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করতে। তিনি বঙ্গবন্ধু পরিষদের জেনারেল সেক্রেটারী। এলাকায় তার সামাজিক কর্মকান্ডের জন্যই তিনি কারো কাছে- মায়ের মতো, কারো কাছে বোনের মতো।
এই খ্যাতিমান আইনজীবী, রাজনীতিবিদ নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী। তিনি ‘দিন বদলের সনদ’ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এ্যাডভোকেট সানজিদা খানম তাঁর ডিনডি এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসন, জরুরি ভিত্তিতে গ্যাস সঞ্চালন, করে এলাকার জনগণের জীবনের মান উন্নত করার স্বপ্ন দেখেন। অত্র এলাকায় একটি কমিউনিটি সেন্টার খেলার মাঠ, মেয়েদের শিক্ষার জন্য একটি আধুনিক ও পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবায়ন করতে চান।
একজন নারী হয়েও তিনি সকল বাধা বিপত্তি পেরিয়ে কাজ করে যাচ্ছেন ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাসমুক্ত সমাজ নির্মাণের জন্য। সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য এ্যাডভোকেট সানজিদা খানম অঙ্গীকারবদ্ধ। নারী শিক্ষার ব্যাপারে তিনি একজন একনিষ্ঠ কর্মী।
Leave a Reply