গজারিয়া উপজেলার বড় রায়গ্রামে দুবাই প্রবাসী আব্দুল খালেকের পুত্র রাসেল (১০) রহস্যজনকভাবে খুন হয়েছে। তার লাশ রবিবার দুপুরে উদ্ধার করা হয়। পারিবারিক ও পুলিশসূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে মোবাইলে টাকা রিচার্জ করতে বাড়ির পার্শ্ববর্তী দোকানে গিয়ে সে আর ফিরে আসেনি। পুলিশ জানায়, পরনের গেঞ্জি দিয়ে মুখমন্ডল ঢাকা ও গলায় জুতার ফিতা প্যাঁচানো অবস্থায় রাসেলের লাশ বাড়ির অদূরে পড়ে ছিল।
পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে।
পরিবারের লোকজন ধারণা করছে, রাসেলের জন্য তার প্রবাসী পিতা আব্দুল খালেক একটি আধুনিক মোবাইল সেট পাঠিয়েছিল। সেই সেটের জন্যই তাকে হত্যা করা হয়েছে।
Leave a Reply