সংবাদ সম্মেলনে মাহী বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাহী বি. চৌধুরী বলেছেন, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে গ্রহণযোগ্য হয়েছে। জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দিয়েছে। তবে যথেষ্ট সাংগঠনিক শক্তির অভাবে ও একটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সাফল্য লাভের মতো প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় তারা কোনো আসন পাননি। তাই এখন তাঁদের প্রধান কাজ হবে দলের সাংগঠনিক ভিত্তি শক্ত করা।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় দলের অন্য কয়েকজন নেতাও উপস্িথত ছিলেন।
এক প্রশ্নের জবাবে মাহী বি. চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও তাঁদের কিছু সমস্যা ছিল। আর নির্বাচনে কালো টাকার প্রভাব ছিল যথেষ্টই। বড় দলগুলো অনেক ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধিও ভঙ্গ করেছে।
দলের সভাপতি ও মহাসচিবের পদত্যাগ সম্পর্কে মাহী বি. চৌধুরী বলেন, দলীয় গঠনতন্ত্রের ৪ ধারা অনুযায়ী তাঁরা পদত্যাগপত্র পেশ করেছেন। এই ধারায় বলা হয়েছে, পূর্ববর্তী সাধারণ নির্বাচনের চেয়ে পরবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হলে সভাপতি ও মহাসচিব সে দায়দায়িত্ব গ্রহণ করবেন। তবে দল এখন পর্যন্ত তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেনি। কারণ পর্যালোচনা করে দেখা গেছে, এবারের নির্বাচনের ফলাফল যা হয়েছে তার দায় তাঁদের ওপর বর্তায় না। কারণ বিকল্পধারা এর আগে আর কোনো সাধারণ নির্বাচনে অংশ নেয়নি। তাই দলের পক্ষ থেকে তাঁদেরকে অনুরোধ করা হয়েছে স্বপদে দায়িত্ব পালনের। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা পদে থাকতে রাজি হলেও কোনো নির্বাহী দায়িত্ব পালন করবেন না বলে ঠিক হয়েছে। এরপর দলের আগামী কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন হওয়ার পর তাঁরা পদ ছেড়ে দেবেন।
Leave a Reply