গজারিয়ায় মূল লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর মধ্যে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রার্থীদের প্রচার প্রচারণা আর জনসংযোগে মুখর ছিল। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রার্থীরা নিজেদের যোগ্য প্রার্থী হিসাবে দাবি করে এলাকার উন্নয়নমূলক ও সামাজিক কর্মকণ্ড বাস্তবায়নের আশ্বাস দেন ভোটারদের।

এখানে চেয়ারম্যান প্রার্থী ৯ জন হলেও লড়াই হবে ২ জনের মধ্যে। আওয়ামী লীগের প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতা (দোয়াত কলম) ও জাতীয় পার্টির প্রার্থী মোঃ কলিমুল্লাহ (কাপ পিরিচ) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে অন্য প্রার্থীরাও বসে নেই। তারাও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের ফারহানা এ্যানির (মোমবাতি) সঙ্গে মিনুয়ারা আক্তারের(প্রজাপতি)।

পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে যুবলীগের মোঃ শাহজাহান খানের (উড়োজাহাজ) সঙ্গে যুবলীগেরই মোঃ মাহবুবুল হক মজনুর(ফুটবল)।এখানে মোট ভোটার সংখ্যা ৯২ হাজার ৬২০ জন। এর মধ্যে মহিলা ভোটার ৪৮ হাজার ৪৫ জন। আর পুরুষ ভোটার হচ্ছে ৪৪ হাজার ৫৭৫ জন।

Leave a Reply